একুশে বাংলা জয়ই পাখির চোখ বিজেপির। লক্ষ্যভেদে শাসক শিবিরেরে বিরুদ্ধে 'দুর্নীতিকে' পরতে পরতে হাতিয়ার করছেন গেরুয়া নেতৃত্ব। বীরভূমে দাঁড়িয়ে বিজেপি সভাপতি চাল-রেশন-বালি দুর্নীতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ শানিয়েছেন। তার কয়েক ঘন্টার মধ্যেই জেপি নাড্ডার উপস্থিতিতে লালগড়ে দাঁড়িয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বলতে গিয়ে আরও চাঁচাঠোলা শুভেন্দু অধিকারী। বললেন, 'উন্নতর তৃণমূল মানেই কাটমানি'।
তারাপীঠে পরিবর্তন যাত্রার সূচনার পর এদিন লালগড়ে সর্বভারতীয় বিজেপি সভাপতি সভা ছিল। সেখানেই বক্তব্য রাখেন শুবেন্দু অধিকারী। তিনি বলেন, 'দিদি বলেছেন এবার উন্নততর তৃণমূল গড়বেন। উন্নততর তৃণমূল মানে পিসি-ভাইপো। উন্নততর তৃণমূল মানে কাটমানি। এবার তৃণমূল ক্ষমতায় এলে অনলাইনে কাটমানি নেবে।' একানেই না থেমে টেনে আনের লকডাউনে রেশন দুর্নীতির অভিযোগ। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কথায়, ' লকডাউনে মোদীর পাঠানো চাল চুরি করেছে তৃণমূল। এদের বিশ্বাস করবেন না। তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে।'
আরও পড়ুন- ‘ভাইপো যা বলছেন মুখে আনা যায় না-এটাই বাংলার সংস্কৃতি?’, কটাক্ষ নাড্ডার
আরও পড়ুন- ‘দুষ্টু গরুরা বিদায় নিয়েছে-শূন্য গোয়াল ভাল’, দলত্যাগীদের তোপ মমতার
রাজ্যের আদিবাসী ভোটে ভালই প্রবাব ফেলেছে পদ্ম শিবির। গত লোকসভাতে তার প্রমাণ স্পষ্ট। সেই প্রশঙ্গ স্মরণ করিয়ে এদিন তিনি বলেন, ' লোকসভায় বিজেপিকে সমর্থন করেছেন। বিধানসভাতেও আমাদের পাশে থাকুন। ‘জঙ্গলমহলে প্রকৃত রামরাজ্য দিতে পারবে একমাত্র বিজেপি।'
শুভেন্দু অধিকারী যখন তৃণমূলকে নিশানা করেছেন, তখন নবাবের জেলায় দাঁড়িয়ে দলত্যাগীদের উদ্দেশ্য করে 'মীরজাফরে'র কথা স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই তার আগে, কালনায় মুখ্যমন্ত্রী দলবদলুদের 'কুসন্তান' বলে দেগে দেন। বলেন, 'দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন