ভাটপাড়ায় তুঙ্গে টানাপোড়েন, ফের অর্জুন-গড় ‘পুনর্দখল’ মমতা বাহিনীর

মঙ্গলবারের আস্থাভোটেও ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা ‘পুনর্দখল’ করল বলে দাবি করল তৃণমূল। গত ২ জানুয়ারির মতো এদিনের ভোটাভুটিতেও অংশ নেয়নি বিজেপি।

মঙ্গলবারের আস্থাভোটেও ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা ‘পুনর্দখল’ করল বলে দাবি করল তৃণমূল। গত ২ জানুয়ারির মতো এদিনের ভোটাভুটিতেও অংশ নেয়নি বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, arjun singh, অর্জুন সিং, মমতাকে আক্রমণ অর্জুনের, অর্জুন সিংয়ের বিস্ফোরক অভিযোগ, arjun singh hits out at mamata, মমতাকে নিশানা অর্জুনের arjun singh slams mamata, police encounter, এনকাউন্টার

অর্জুন সিং ও মমতা।

ভাটপাড়ার পুরসভা দখল ঘিরে নাটক অব্যাহত। ৫ দিনের ব্যবধানে ফের অর্জুন সিং শিবিরকে ‘ধাক্কা’ দিল তৃণমূল। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারের আস্থাভোটেও ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা ‘পুনর্দখল’ করল বলে দাবি করল তৃণমূল। গত ২ জানুয়ারির মতো এদিনের ভোটাভুটিতেও অংশ নেয়নি বিজেপি।

Advertisment

আরও পড়ুন: ‘তৃণমূল আবির খেলেছে, ডিস্কো ডান্স করেছে, শেষে আদালতে ধাক্কা খেয়েছে’

উল্লেখ্য, গত ২ জানুয়ারি বেআইনিভাবে আস্থা ভোট করানোর অভিযোগ তুলে সেদিন ভোটাভুটিতে অংশ নেয়নি বিজেপি। তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পদ্মশিবির। বিজেপির আবেদনের ভিত্তিতে গত ২ জানুয়ারির আস্থা ভোট প্রক্রিয়া বাতিল করে দেয় হাইকোর্ট। এরপরই ডিভিশন বেঞ্চে যায় তৃণমূল। মঙ্গলবার ফের ভাটপাড়ায় আস্থা ভোটের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু এদিনের ভোটাভুটিও কার্যত ‘বয়কট’ করল বিজেপি। প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি বৈঠক ডেকেছিলেন চেয়ারম্যান। কিন্তু তার আগেই তিন তৃণমূল কাউন্সিলর অনাস্থা আনেন। যা নিয়েই তোলপাড় হয় ভাটপাড়া পুরসভা।

Advertisment

bhatpara, ভাটপাড়া ভাটপাড়া পুরসভা। ছবি: উৎসব মণ্ডল।

আরও পড়ুন: ‘বাচ্চা ছেলে অর্জুন জানে না, শীঘ্রই বাংলায় বিজেপি পাতালে চলে যাবে’

প্রসঙ্গত, অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়া পুরসভার পুরপ্রধান পদ থেকে অর্জুনকে সরাতে উঠেপড়ে লাগে তৃণমূল। গত বছরের ৮ এপ্রিল ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে পুরপ্রধান পদ থেকে অর্জুন সিংকে অপসারিত করা হয়। সেদিন ২২-১১ ভোটে হেরে যান অর্জুন। এরপরই গত বছরের জুন মাসে ভাটপাড়া পুরসভা ফের ‘দখল’ করে বিজেপি। ভাটপাড়ার চেয়ারম্যান নির্বাচিত করা হয় অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংকে।

tmc bjp