scorecardresearch

অর্জুন-গড় হাতানোর হুঁশিয়ারি মমতা বাহিনীর, ভাটপাড়া পুনর্দখলের পথে তৃণমূল!

‘‘নভেম্বরে ভাটপাড়া পুনর্দখল করবে তৃণমূল। ২১-২৩ কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন’’।

Bhatpara Municipality,ভাটপাড়া পুরসভা, Bhatpara Municipality news,ভাটপাড়া পুরসভার খবর, Bhatpara ভাটপাড়া, Bhatpara news, Jyotipriyo Mullick, জ্যোতিপ্রিয় মল্লিক, অর্জুন সিং, arjun singh, tmc, bjp, তৃণমূল, বিজেপি, mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, mukul roy, মুকুল রায়, ভাটপাড়া পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল
মমতা ও অর্জুন।

ছিল ঘাসফুল, ফুটল পদ্মফুল, আবার ফুটছে ঘাসফুল! পুরসভা দখলের লড়াইয়ে এই মুহূর্তে এই ট্রেন্ড ঘিরেই সরগরম বঙ্গ রাজনীতি। বুধবার নৈহাটি পুরসভা দখলের পর এবার অর্জুনগড়ে আধিপত্য কায়েম করতে মরিয়া মমতা ব্রিগেড। বিজেপির হাতে চলে যাওয়া একের পর এক পুরসভা ‘পুনরুদ্ধারে’ নেমে এবার ভাটপাড়া পুনর্দখলের পথে তৃণমূল কংগ্রেস। আগামী মাসেই ভাটপাড়ায় দাপট কায়েম করবে মমতা বাহিনী, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে এমন দাবিই করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও জ্যোতিপ্রিয়ের এহেন দাবি উড়িয়ে দিয়েছেন ভাটপাড়ার ডাকাবুকো প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং।

ঠিক কী দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘‘নভেম্বরে ভাটপাড়া পুনর্দখল করবে তৃণমূল। ২১-২৩ কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন’’। সূত্রের খবর, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বেশ কয়েকজন কাউন্সিলর ফের তৃণমূলে ফিরতে চলেছেন। যার জেরেই অর্জুন সিংয়ের খাসতালুকে আবারও দাপট কায়েম করার পথে ঘাসফুল শিবির।

আরও পড়ুন: মুকুল রায়কে টেক্কা! তৃণমূলের হাতে নৈহাটি পুরসভা

কী বলেছেন অর্জুন সিং?
জ্যোতিপ্রিয়র দাবি উড়িয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, ‘‘উনি তো সকলের মনের কথা বলতে পারেন, উনি তো সব জানেন! আগে করে দেখাক!’’।

আরও পড়ুন:  ‘নোবেলজয়ী অভিষেকবাবু’, মমতার মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির উত্থানের পর একদা মমতা সেনাপতি মুকুল রায়ের হাত ধরে নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, ভাটপাড়ার মতো একের পর এক পুরসভা ‘দখল’ করে গেরুয়াশিবির। এরপরই নিজেদের দুর্গ বাঁচাতে উঠেপড়ে লাগে মমতা ব্রিগেড। মুকুল রায়কে রীতিমতো টেক্কা দিয়ে কাঁচরাপাড়া, বনগাঁ, হালিশহর, নৈহাটির মতো পুরসভা ‘পুনরুদ্ধার’ করে মমতা বাহিনী। বুধবারই আস্থা ভোটে জিতে নৈহাটি পুরসভা নিজেদের দখলে এনেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে অর্জুন গড়ে আধিপত্য কায়েম করতে যেভাবে ঘুঁটি সাজাচ্ছে শাসক শিবির, তাতে সরগরম বঙ্গ রাজনীতি। অন্যদিকে, ভোট পরবর্তী হিংসায় বারবার তেতে ছিল ভাটপাড়া। পুরবোর্ড দখলের লড়াইয়ে সেই ভাটপাড়া ঘিরে আবারও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

আরও পড়ুন: ‘রাহুল গান্ধীর ভুল অধীর চৌধুরীও করল, এবার ওকে সারা দেশে দৌড় করাব’

প্রসঙ্গত, অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়া পুরসভার পুরপ্রধান পদ থেকে অর্জুনকে সরাতে উঠেপড়ে লাগে তৃণমূল। গত ৮ এপ্রিল ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে পুরপ্রধান পদ থেকে অর্জুন সিংকে অপসারিত করা হয়। সেদিন ২২-১১ ভোটে হেরে যান অর্জুন। এরপর আস্থাভোটে ভাটপাড়া পুরবোর্ড দখল নেয় পদ্মবাহিনী। ভাটপাড়া পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Bhatpara municipality tmc bjp jyotipriyo mullick arjun singh mamata banerjee mukul roy