Advertisment

বান্দ্রার ঘটনা ‘বৃহৎ ষড়যন্ত্র, ফাঁস হবেই’: শিবসেনা

''আমরা এটাকে কী বলব? এটা একটা বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ফাঁস করবই। করোনা পরিস্থিতিতে অশান্তির চেষ্টা রুখবেই সরকার। দুঃখের যে বিরোধীরা এতটা নীচে নেমেছে''।

author-image
IE Bangla Web Desk
New Update
maharashtra shiv sena government, শিবসেনা, সমনা, পরিযায়ী শ্রমিক, বান্দ্রা, shiv sena editorial saamana, maharashtra government on bandra gathering, বান্দ্রায় পরিযায়ী শ্রমিক, বান্দ্রা, bandra migrants protest mumbai, coronavirus covid 19, coronavirus latest news, indian express bangla

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

লকডাউনে বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় বিস্ফোরক অভিযোগ করল শিবসেনা। এ ঘটনায় নাম না করে বিজেপিকে কাঠগড়ায় তুলে শিবসেনার তরফে বলা হয়েছে, ''গভীর ষড়যন্ত্র ফাঁস করা হবেই''। শিবসেনার মুখপত্র 'সমনা'-তে এ ভাষাতেই মুখ খুলেছে শিবসেনা, সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।

Advertisment

শিবসেনার মুখপত্র 'সমনা'-তে বলা হয়েছে, ''আমরা এটাকে কী বলব? এটা একটা বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ফাঁস করবই। করোনা পরিস্থিতিতে অশান্তির চেষ্টা রুখবেই সরকার। দুঃখের যে বিরোধীরা এতটা নীচে নেমেছে''।

এ প্রসঙ্গে শিবসেনার তরফে বলা হয়েছে, ''সেসময় পুলিশ কী করছিল? পরিযায়ী শ্রমিকরা যদি বাড়ি ফেরার জন্য় সেদিন জড়ো হয়েছিলেন, তাহলে তাঁদের সঙ্গে লাগেজ থাকত। কিন্তু তাঁদের কাছে কোনও লাগেজ ছিল না''। শিবসেনার তরফে এও বলা হয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, মুম্বই সেন্ট্রাল, লোকমান্য় তিলক টার্মিনাস থেকেও ভিনরাজ্য়ের ট্রেন ছাড়ে, তাহলে শুধু বান্দ্রায় কেন ভিড় হল।

আরও পড়ুন: “গরীবদেরকে বাঁচিয়ে রাখা মোদী সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ছে না”, বিস্ফোরক চিদাম্বরম

বান্দ্রায় ট্রেন ছাড়া নিয়ে কোনও গুজব রটেনি বলে দাবি করেছে শিবসেনা। সমনা-তে বলা হয়েছে, ''এ নিয়ে সার্কুলার ছিল। খবর হয়েছিল। যেখানে দেশে লকডাউন বাড়ানো হবে কিনা সে নিয়ে কোনও স্পষ্ট বার্তা ছিল না, সে প্রক্ষিতে ১৫ এপ্রিলের পর কীভাবে রেল সংরক্ষণ করতে পারল? ৪০ লক্ষ সংরক্ষণ নিয়ে বিভ্রান্তি করাটা একটা অপরাধ''।

উল্লেখ্য়, লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করার পরই বান্দ্রা স্টেশনের কাছে ২ হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক জড়ো হন। অবিলম্বে তাঁদের ঘরে ফেরার ব্য়বস্থা করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। লকডাউনের মধ্য়ে পরিযায়ী শ্রমিকদের এহেন জমায়েত ঘিরে শোরগোল পড়ে যায়। এই আবহে যে অভিযোগ করল শিবসেনা, তা এ ঘটনায় নয়া মোড় নিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

Read the full story in English

national news
Advertisment