Advertisment

বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে না সরকার, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

১২৬ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বেআইনি মদ বিক্রির অভিযোগে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar hooch tragedy: CM Nitish Kumar says no compensation to those who died

বিষমদ কাণ্ডে প্রায় ৩৯ জনের মৃত্যু হয়েছে বিহারে।

বিষমদ কাণ্ডে প্রায় ৩৯ জনের মৃত্যু হয়েছে বিহারে। কিন্তু মৃতদের পরিজনকে ক্ষতিপূরণ দিতে রাজি নন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সাফ জানিয়ে দিলেন, কোনও ক্ষতিপূরণ দেবে না সরকার। বিরোধীদের বার বার দাবি সত্ত্বেও নিজের অবস্থান শুক্রবার স্পষ্ট করলেন নীতীশ।

Advertisment

এদিন বিহার বিধানসভায় রাজ্যে মদ নিষিদ্ধ নিয়ে অনড় থেকেছেন নীতীশ। বলেছেন, "কোনও ক্ষতিপূরণ কাউকে দেবে না সরকার। যাঁরা মদ খেয়ে মারা গেছেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করবে না সরকার। আমরা বার বার নিষেধ করছি এই নিয়ে। অনেক বার অনুরোধ করা হয়েছে, মদ খেলে মৃত্যু অনিবার্য। যাঁরা মদ্যপানের পক্ষে তাঁরা আপনার ভাল চান না।"

বৃহস্পতিবার নীতীশ কুমার রাজ্যে মদ নিষিদ্ধ করার নীতি নিয়ে ফের জনগণকে সচেতন করেন। সাফ জানালেন, বিষমদ থেকে দূরে থাকতে। বললেন, “কেউ মদ খেলে সে মরবেই। এটাই আমাদের কাছে বড় দৃষ্টান্ত।”

আরও পড়ুন ‘ড্রাই’ বিহারে বিষমদ কাণ্ডে মৃত বেড়ে ৩৯, ‘মদ যে খাবে, সে মরবেই’, সাফাই নীতীশের

তিনি বলেন, “মদ খুবই খারাপ, আর সেটা খাওয়া উচিত না।” তিনি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন বিষাক্ত মদ নিয়ে রাজ্যের মানুষকে সচেতন হতে হবে। ইতিমধ্যেই বিষমদ খেয়ে ৩৯টি প্রাণ ঝরে গিয়েছে। গত ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করে নীতীশ কুমার সরকার। নীতীশ বলেছেন, তিনি আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন, মদ তৈরি ও বিক্রি করতে দেখলেই দোষীদের গ্রেফতার করতে।

এদিকে, সরকার দাবি করেছে বিষমদ খেয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু অসমর্থিত সূত্রে খবর, সংখ্যাটা ৫০ ছাড়িয়ে গেছে। জেলাশাসক রাজেশ মীনা জানিয়েছেন, জেলাজুড়ে বেআইনি মদের ঠেক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ১২৬ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বেআইনি মদ বিক্রির অভিযোগে।

bihar Nitish Kumar Hooch Tragedy
Advertisment