Advertisment

বিজেপির 'পাল্টা' শহিদ শ্রদ্ধাঞ্জলী, দিল্লিতে ধর্নায় দিলীপ, কড়া বার্তা শুভেন্দুর

বাংলা ছাপিয়ে এবার দেশজুড়ে মমতা সরকারের শাসনের প্রকৃত রূপ তুলে ধরতে মরিয়া গেরুয়া বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp 21 july sahid divas rajghat dilip ghosh

রাজঘাটে ধর্নায় দিলীপ ঘোষ

১৯৯৩ সালে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর প্রতিবাদে প্রতিবার ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল। এবার মমতা সরকারকে বিঁধতে এদিনেই পাল্টা শহিদ শ্রদ্ধাঞ্জলী দিবস পালন করছে বিজেপি। ভোট পরবর্তী হিংসার জন্য বাংলায় শাসক দল তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। দেশব্যাপী বাংলার আইন-শৃঙ্খলার অবনতির অবস্থা তুলে ধরতে বুধবার দিল্লির রাজঘাটে ধর্নায় বসেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু।

Advertisment

বিজেপির দাবি, শহিদদের স্মরণ করতে প্রতিবার যুব কংগ্রেসের কর্মসূচি নিজেদের বলে পালন করছে তৃণমূল। কিন্তু সেই দলই ক্ষমতায় এসে বাংলার আইন-শৃঙ্খলা বেহাল করে দিয়েছে। বিরোধীদের রাজনীতি করার জায়গা নেই। বিরোধী দলের নেতা, কর্মীদের খুন করা হচ্ছে। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পর থেকে বাংলায় তৃণমূলের হাতে ১২৫ জনের বেশি কর্মী খুন হয়েছেন। বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয় ২রা মে। তারপর থেকে ৩০ জনের বেশি বিজেপি কার্যকর্তা নিহত হয়েছে শাসক দলের হাতে। পুলিশও নিষ্ক্রিয়। তাই বিশ্ব বাংলায় আসলে কী ঘটছে তা গোটা দেশ, পৃথিবীকে জানানো প্রয়োজন। এজন্যই ২১ জুলাইকে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন- TMC Shahid Diwas Live Updates 21 July, 2021: ভরসা মমতাই, দেশ থেকে BJP উৎখাতের বার্তা পার্থর

এদিন রাজঘাটে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'যেদল পুলিশের গুলিতে মৃত্যুর প্রতিবাদ করে প্রতিবার শহিদ দিবস পালন করে, সেই দলের হাতেই বাংলা অসুরক্ষিত। সর্বত্র বোম, বন্দুকের আওয়াজ। বিজেপির ১২৫ লজন নেতা, কর্মী খুন হয়েছে। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এর প্রতিবাদেই বিজেপি ২১ জুলাই শহিদ শ্রদ্ধাঞ্জলী দিবস পালন করছে।'

পাশাপাশি রাজ্যেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শহিদ শ্রদ্ধাঞ্জলী দিবস পালনের ঘোষণা করেছে বিজেপি। কর্মসূচি পালিত হবে ব্লক, মহকুমা ও রাজ্যজুড়ে। এদিন টউটে শুভেন্দু লিখেছেন, 'নির্বাচনের পরে টিএমসি গুন্ডাদের দ্বারা নিহত বিজেপি কর্মকার্তাদের ২১ জুলাই শ্রদ্ধার্ঘ। ঘাম ও রক্ত দিয়ে এমন নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধকারী বিজেপি কর্মীদের উৎসাহিত করতে আজ আমাদের কর্মসূচিতে যোগ দিন।'

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সোশাল মিডিয়ায় লিখেছেন, 'বাংলায় বিরোধী দল করলে ধর্ষিত, লাঞ্ছিত, নিপীড়িত হতে হবে এই সংস্কৃতি তৈরী করতে চাইছে তৃণমূল। কিন্তু বাংলা আগেও অত্যাচারী শাসকদের গদি থেকে ছুঁড়ে ফেলেছে , আপনাদেরও ফেলবে চিন্তা করবে না।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari dilip ghosh bjp Locket Chatterjee
Advertisment