নাগরিকত্ব আইনের সমর্থনে ফের পথে নামল গেরুয়াবাহিনী। কলকাতার পর এবার শিলিগুড়িতে অভিনন্দন যাত্রা বিজেপির। বিজেপির মিছিলে রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সায়ন্তন বসু। মিছিলে প্রশাসনের অনুমতি নেই বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, সোমবার কলকাতায় রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা।
শিলিগুড়িতে এদিন বিজেপির মিছিলে উঠল জয় শ্রী রাম ধ্বনি।
শিলিগুড়িতে বিজেপির মিছিল #BJP pic.twitter.com/AutuelVrO5
— IE Bangla (@ieBangla) December 24, 2019
আরও পড়ুন: ‘কোমরে ব্যথা! হাঁটতে পারেন না’, বেনজির কটাক্ষ মমতার
শিলিগুড়িতে মিছিল নিয়ে কী বললেন বিজেপি রাজ্য সভাপতি? #BJP pic.twitter.com/sUZkDL9Mqp
— IE Bangla (@ieBangla) December 24, 2019
এদিনের মিছিল শুরুর আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘মিছিল করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। পুলিশের দায়িত্ব শান্তি-শৃঙ্খলা রক্ষা করা। ওদের অনুমতির জন্য বসে নেই। জাতীয় সম্পত্তি নষ্ট হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দঁড়িয়ে দেখছে, আমাদের আটকানোর অধিকার নেই। পুলিশ তার কাজ করুক, আমরা আমাদের কাজ করব’’। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা বিজেপির মিছিল না, জনগণের মিছিল। সোমবার কলকাতায় ঐতিহাসিক মিছিল হয়েছে। আজ শিলিগুড়িতেও ঐতিহাসিক মিছিল হবে’’।