Advertisment

'আন্দোলনে ড্রাগ আসক্ত মহিলারা', বিস্ফোরক দিলীপ

মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ। ফাইল ছবি।

নারী দিবসেই মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

Advertisment

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবে অশ্লীলতা ঘিরে বিতর্ক তুঙ্গে। ছাত্র-ছাত্রীদের বুকে, পীঠে রবীন্দ্র সঙ্গীতের বিকৃত শব্দের প্রয়োগ ঘিরে নিন্দার ঝড়। এই পরিস্থিতে 'ছাত্রীদের ড্রাগ খাইয়ে আন্দোলনে নামানো হচ্ছে' বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। যার তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

গল্ফ গ্রীনে দলের 'চা চক্র' কর্মসূচিতে দিলীপ ঘোষ আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের কাঠগড়ায় তুলে বলেন, 'কম বয়সী মহিলাদের ড্রাগ খাইয়ে আন্দোলনে নামানো হচ্ছে। মান-সম্মান, মূল্যবোধ, নীতি-নৈতিকতা, সংস্কৃতি বিসর্জন দিয়ে নারীরা তাই বিপথগামী হয়ে পড়ছে। আমি কাউকে গোদো বলছি না, কিন্তু, তারই জেরে অবক্ষয় গ্রাস করেছে সমাজকে। যা গভীর উদ্বেগের। ওই মহিলারা যে কোনও মুহূর্তে হিংসার শিকার হতে পারেন। সমাজে এর ভয়ঙ্কর প্রভাব পড়তে শুরু করেছে। কোন দিকে সমাজ এগিয়ে চলেছে তা আমাদের ভেবে দেখা প্রয়োজন'।

আরও পড়ুন: জানি না, কীভাবে শ্লীলতাহানি হয়: দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের পরামর্শ, 'অভিভাবক, কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী সহ আমাদের সকলের এই ক্ষয় রোধে আলোচনায় বসে সমাধান নির্ণয় করা উচিত।' এই প্রথম নয়, এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতির মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল।

মেদিনীপুরের বিজেপি সাংসদের মন্তব্যের নিন্দায় সরব রাজ্যের শাসক দল তৃণমূল। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দিলীপ ঘোষকে 'অসামাজিক ও বর্বর' বলে কটাক্ষ করেন। বলেন, 'একটি অবাঞ্ছিত ঘটনা ঘিরে আন্তর্জাতিক নারী দিবসের দিনেই মহিলাদের অপমান করছেন উনি (দিলীপ ঘোষ)। মহিলাদের উচিত দিলীপ ঘোষকে বয়কট করা। গোটা বাংলারাই উচিত ওকে বয়কট করা। এই মানুষটা একের পর এক মন্তব্য করে বাংলাকে হেয় করছেন, বাংলার সংস্কৃতিকে আঘাত করছেন, মহিলাদের অপমান করছেন'।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp dilip ghosh
Advertisment