Advertisment

Priyanka Gandhi's Nomination In Wayanad: প্রিয়াঙ্কার মনোনয়ন পেশের সময় খাড়গেকে 'অপমান'! গান্ধী পরিবারের বিরুদ্ধে 'ভয়ঙ্কর' অভিযোগ বিজেপির

Priyanka Gandhi's Nomination In Wayanad: বিজেপি দাবি করেছে যে ওয়েনাডে 'প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন জমা দেওয়ার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে অপমান করা হয়েছে'। এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করে কংগ্রেসকে তুলোধোনা করেছে গেরুয়া শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Priyanka Gandhi's Nomination

প্রিয়াঙ্কার মনোনয়ন পেশের সময় খাড়গেকে 'অপমান'! গান্ধী পরিবারের বিরুদ্ধে 'ভয়ঙ্কর' অভিযোগ বিজেপির

Priyanka Gandhi's Nomination In Wayanad: বিজেপি দাবি করেছে যে ওয়েনাডে 'প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন জমা দেওয়ার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে অপমান করা হয়েছে'। এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করে কংগ্রেসকে তুলোধোনা করেছে গেরুয়া শিবির। 

Advertisment

ভারতীয় জনতা পার্টি বুধবার একটি ভিডিও শেয়ার করে কংগ্রেসকে খোঁচা দিয়েছে।  ভিডিওতে দেখা যাচ্ছে যখন প্রিয়াঙ্কা গান্ধী ওয়ানাড উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিচ্ছেন তখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে দরজার বাইরে থেকে উঁকি মারতে। এই ভিডিও শেয়ার করে বিজেপি একটি পোস্টে লিখেছে, 'গান্ধী পরিবার যদি খাড়গেজিকে এভাবে অপমান করতে পারে, তাহলে দলিত সম্প্রদায়ের প্রতি তাদের কতটা ঘৃণা থাকতে পারে তা সহজেই ধারণা করা যায়'। বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরও সিনিয়র কংগ্রেস নেতা খাড়গেকে অসম্মান করার অভিযোগে কংগ্রেসকে বিদ্ধ করেছেন।

দেশের প্রধান বিচারপতি পদে কার নামে চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপতির? কবে হবে শপথগ্রহণ?

এক্স-এ একটি পোস্টে বিজেপি নেতা লিখেছেন, “আপনি কোথায় ছিলেন খাড়গে সাহেব? যখন প্রিয়াঙ্কা জি  কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিচ্ছিলেন তখন দরজার বাইরে থেকে আপনাকে উঁকি মারতে হয়েছিল। কারণ তিনি গান্ধী পরিবারের কেউ নন"। বিজেপির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখে, বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী হলফনামায় মোট সম্পত্তির ঘোষণায় অসঙ্গতি দাবি করেছেন। 

বিজেপির অভিযোগের পালটা প্রতিক্রিয়ায় কংগ্রেস এটিকে "দুর্ভাগ্যজনক" বলে উল্লেখ করে বলেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং মন্ত্রীরা "মিথ্যা ও মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দেশের প্রকৃত সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য বিজেপি এই ধরণের ঘৃণ্য রাজনীতির আশ্রয় নিতে বাধ্য হচ্ছে'। কংগ্রেসের তরফে আরও বলা হয়েছে “বিজেপি বারবার মল্লিকার্জুন খাড়গেকে অপমান করছে। এই ইস্যুতে বিজেপির ক্ষমা চাওয়া উচিত।” কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়নের সময় খড়গে জিকে নিয়ে মিথ্যা বলে বিজেপি খড়গে জিকে অপমান করেছে। বিজেপির ক্ষমা চাওয়া উচিত"।

bjp Priyanka Gandhi Mallikarjun Kharge
Advertisment