Advertisment

সিপিএম-বিজেপি জোট! তুমুল শোরগোল রাজনৈতিক মহলে

বিজেপির সঙ্গে হাত মেলাল সিপিএম! নয়া জোট ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp cpim alliance, বিজেপি সিপিএম জোট, বিজেপি সিপিএম জোটের খবর, bjp, বিজেপি, cpim, সিপিআইএম, bjp cpm, Tripura’s Srinathpur gram panchayat, ত্রিপুরার খবর, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত, tripura news, ত্রিপুরায় সিপিএম বিজেপি জোট

বিজেপি-সিপিএম জোট!

গত বছরই গেরুয়া ঝড়ে ত্রিপুরায় ভেঙে পড়েছিল লাল দুর্গ। বছর ঘুরতেই সেই ‘প্রধান শত্রু’ বিজেপির সঙ্গে হাত মেলাল সিপিএম! রাজনৈতিক সম্পর্কের এমন রসায়ন ঘিরে জোর চর্চায় ত্রিপুরার উনাকোটি জেলার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত। দলের হুইপ অগ্রাহ্য করে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই পঞ্চায়েতের বোর্ড গঠন করেছে সিপিএম। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সে রাজ্যের রাজনৈতিক মহলে।

Advertisment

ওই পঞ্চায়েতের প্রধান পদে দায়িত্ব নিয়েছেন সিপিএমের টিকিটে জয়ী তাকুম আলি। আর উপপ্রধান পদে বসেছেন বিজেপির সিরাজ মিয়া, এমনটাই খবর। এ প্রসঙ্গে তাকুম আলি বলেন, ‘‘পঞ্চায়েত চালানোর জন্য সাময়িক সময়ের জন্য বিজেপির নির্বাচিত প্রতিনিধির সঙ্গে একজোট হয়েছি’’। তাঁর আরও মন্তব্য, ‘‘আমি এখনও একজন সিপিএম সদস্য। দলের নেতৃত্বের থেকে কোনও হুইপ পাইনি’’।

আরও পড়ুন: রাতে মন্ত্রীর ফোন বৈশাখীকে, ‘তুমি আছ বলেই লড়তে পারছ’

এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে উনাকোটি জেলার সিপিএমের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, বিজেপির সঙ্গে জোট করে যাঁরা বোর্ড গঠন করেছেন, তাঁরা দলের হুইপ মানেননি। তিনি আরও বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শ্রীনাথপুরে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। হুইপ জারি করা হয়েছিল। কিন্তু ৪ জন হুইপ না মেনেই বিজেপির সঙ্গে একজোট হয়ে বোর্ড গঠন করেছে। ওঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। বিজেপির সঙ্গে জোট বাঁধার কোনও প্রশ্নই নেই’’। বিজেপি মুখপাত্র অশোক সিনহাও বলেন, ‘‘ওঁরা দলের হুইপের বিরুদ্ধে গিয়েছেন। সিপিএমের সঙ্গে জোট করেনি বিজেপি’’।

আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে এনআরসি সমর্থন করব, সকলকে নাগরিকত্ব দিন: মমতা

এদিকে, এ প্রসঙ্গে সিপিএম ও বিজেপিকে বিঁধে কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে বলেন, ‘‘একদল চরম ডানপন্থী, আরেক দল চরম বামপন্থী। তারা বরাবরই একসঙ্গে রয়েছে। সব সুযোগসন্ধানী দল। ওদের কাছে ক্ষমতা দখলই আসল লক্ষ্য। মানুষের রায় নিয়ে মাথা ঘামায় না’’।

উল্লেথ্য, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৩ সদস্য। নতুন কমিটিতে সিপিএমের ৫ জন ন‌ির্বাচিত প্রতিনিধির মধ্যে রয়েছেন ৪ জন। বিজেপির ৫ নির্বাচিত প্রতিনিধি।

Read the full story in English

bjp CPIM
Advertisment