জামিন পেলেন লুই সোফিয়া। ২৮ বছরের কানাডায় পাঠরতা এই ছাত্রীকে তুতিকোরিন বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তামিলনাড়ুর বিজেপি সভানেত্রী তামিলসাই সৌন্দর্যরাজনের সামনে বিমানের মধ্যে ‘বিজেপি সরকার নিপাত যাক’ শ্লোগান দিয়েছেন তিনি। তুত্তুকোডির একটি আদালত সোফিয়ার জামিনের নির্দেশ দিয়েছে।
ওই বিমানে নিজের বাবা-মায়ের সঙ্গে সফর করছিলেন সোফিয়া। বিমানবন্দর পুলিশ বিজেপি সভানেত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে।
আরও পড়ুন, ‘বিজেপি সরকার ফ্যাসিস্ট’, শ্লোগান তোলার অভিযোগে জেল হেফাজতে ছাত্রী
এই গ্রেফতারির পর পুলিশ ও এআইডিএমকে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি হতে থাকে। গ্রেফতারির প্রতিবাদ করে ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন বলেন, তামিলনাড়ু সরকার কথা বলার স্বাধীনতা হরণ করছে।
এআইডিএমকে নেতৃত্বাধীন রাজ্য সরকারের উদ্দেশে আক্রমণ শাণিয়ে স্ট্যালিন বলেন, ভিন্নমত প্রকাশ করলেই যদি জেলে যেতে হয়, তাহলে সোফিয়ার দেওয়া শ্লোগান তিনি নিজেও দিতে রাজি। নিজের টুইটার হ্যান্ডেলে স্ট্যালিন বলেন, ‘‘তামিলনাড়ু সরকারের এই আচরণ গণতন্ত্র বিরোধী, মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী, এবং অত্যন্ত নিন্দাজনক। সবাই যদি একই কথা বলে, তাহলে কতজনকে গ্রেফতার করা হবে? আমিও বলব, বিজেপি সরকার নিপাত যাক।’’’
তামিলসাইয়ের অভিযোগের ভিত্তিতে সোফিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ধারা (প্রকাশ্যে দুষ্কৃতীমূলক কাজ), ২৯০ (প্রকাশ্যে অপকর্ম) ধারার সঙ্গে তামিলনাড়ু সিটি পুলিশ অ্যাক্টের ৭৬ নং ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
সোফিয়ার বাবা, অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডক্টর এ এ স্বামী বলেন, বলেছেন, ‘‘আমার স্ত্রী মাধুরী ও আমি মেয়েকে নিতে চেন্নাই এয়ারপোর্ট গিয়েছিলাম। আমরা চেন্নাই থেকে ফিরছিলাম। আমরা তুতিকোরিনে নামার পরে সোফিয়া বিজেপি নেতাকে দেখে বলে ওঠে, ‘ফ্যাসিস্ট বিজেপি সরকার নিপাত যাক।’ এর বেশি একটি কথাও ও বলেনি। কিন্তু আমরা যখন টার্মিনালে পৌঁছোই তখন তামিলসাই এবং তাঁকে নিতে আসা জনা দশেক লোক আমাদের ঘিরে ধরে, আমার মেয়ের উদ্দেশে কটূক্তি করতে থাকে এবং অশালীন কথা বলতে থাকে। ওকে খুনের হুমকিও দেওয়া হয়। শেষপর্যন্ত বিমানবন্দর পুলিশ আমাদের সাহায্য করতে এগিয়ে আসে এবং আমাদের উদ্ধার করে একটি ঘরে নিয়ে যায়।’’