‘বিজেপি সরকার ফ্যাসিস্ট’, শ্লোগান তোলার অভিযোগে জেল হেফাজতে ছাত্রী

তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলসাইয়ের বক্তব্য, যে ফ্যাসিস্ট শব্দটা ব্যবহার করছে সে নিরীহ হতে পারে না। তিনি বলেছেন, ‘‘কোনও নিরীহ মেয়ে এই শব্দ উচ্চারণ করতে পারে না। মেয়েটা বলেছিল ওর মতপ্রকাশের স্বাধীনতা আছে।’’

তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলসাইয়ের বক্তব্য, যে ফ্যাসিস্ট শব্দটা ব্যবহার করছে সে নিরীহ হতে পারে না। তিনি বলেছেন, ‘‘কোনও নিরীহ মেয়ে এই শব্দ উচ্চারণ করতে পারে না। মেয়েটা বলেছিল ওর মতপ্রকাশের স্বাধীনতা আছে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজেপি সরকারের বিরুদ্ধে শ্লোগান দেওয়ায় অভিযুক্ত লুই সোফিয়ার জামিন

বিজেপি সরকারের সমালোচনা করার অভিযোগে এক মহিলাকে তুতিকোরিন থেকে গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ২৮ বছরের ওই মহিলা কানাডায় পড়াশোনা করছেন। একটি বিমান সফরকালে তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলসাই সৌন্দর্যরাজনের সামনে ‘ফ্যাসিস্ট বিজেপি সরকার নিপাত যাক’ শ্লোগান দিয়েছিলেন ওই মহিলা। সৌন্দর্যরাজনের অভিযোগের ভিত্তিতেই ওই ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisment

লুই সোফিয়া কানাডা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। চেন্নাই থেকে তুতিকোরিনগামী ইন্ডিগো বিমানে ওই ছাত্রীর সঙ্গে ছিলেন তাঁর বাবা-মাও। তুতিকোরিন বিমানবন্দরে বিমান অবতরণের পরে ওই ছাত্রীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন, প্রেশার কুকারের সেফটি ভালভ বন্ধ করা হবে না: রাজনাথ সিং

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বিমানবন্দর পুলিশের কাছে ওই ছাত্রীর নামে অভিযোগ দায়ের করেন সৌন্দর্যরাজন। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisment

সোফিয়াকে ১৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর পক্ষের আইনজীবী ই অতিস্যকুমার। পেট ব্যথার অভিযোগ করায় সোফিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে তুতিতকোরিনের এক পুলিশ আধিকারিক জানিয়েছিলেন, তুতিকোরিনের মহিলা পরিচালিত থানাই গোটা মামলার দেখভাল করছে। তামিলসাইয়ের অভিযোগের ভিত্তিতে সোোফিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ধারা (প্রকাশ্যে দুষ্কৃতীমূলক কাজ), ২৯০ (প্রকাশ্যে অপকর্ম) ধারার সঙ্গে তামিলনাড়ু সিটি পুলিশ অ্যাক্টের ৭৬ নং ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোফিয়ার বাবা, অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডক্টর এ এ স্বামী জানিয়েছেন, তুতিকোরিনে বিমান অবতরণের পরে এ ঘটনা ঘটে।

তিনি বলেছেন, ‘‘আমার স্ত্রী মাধুরী ও আমি মেয়েকে নিতে চেন্নাই এয়ারপোর্ট গিয়েছিলাম। আমরা চেন্নাই থেকে ফিরছিলাম। আমরা তুতিকোরিনে নামার পরে সোফিয়া বিজেপি নেতাকে দেখে বলে ওঠে, ‘ফ্যাসিস্ট বিজেপি সরকার নিপাত যাক।' এর বেশি একটি কথাও ও বলেনি। কিন্তু আমরা যখন টার্মিনালে পৌঁছোই তখন তামিলসাই এবং তাঁকে নিতে আসা জনা দশেক লোক আমাদের ঘিরে ধরে, আমার মেয়ের উদ্দেশে কটূক্তি করতে থাকে এবং অশালীন কথা বলতে থাকে। ওকে খুনের হুমকিও দেওয়া হয়। শেষপর্যন্ত বিমানবন্দর পুলিশ আমাদের সাহায্য করতে এগিয়ে আসে এবং আমাদের উদ্ধার করে একটি ঘরে নিয়ে যায়।‘‘

publive-image ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি

৬৫ বছরের বৃদ্ধ জানিয়েছেন, ‘‘এ ঘটনার পর তামিলসাই আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি যে অভিযোগ দায়ের হয়েছে। ওঁরা আমাদের থানায় যেতে বলেন, এবং প্রতিশ্রুতি দেন যে সঙ্গে সঙ্গে জামিন দিয়ে দেওয়া হবে। কিন্তু উঁচু মহল থেকে বেশ কিছু ফোন আসে, এখন ওরা আমার মেয়েকে জেলে ঢুকিয়ে দিতে চাইছে।’’ ডক্টর সামি জানিয়েছেন, সোমবার রাতেও তামিলসাই এবং তাঁর বিজেপি সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বেগ পেতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন, শৃঙ্খলাকে স্বৈরতন্ত্র নামে ডাকা হচ্ছে: নরেন্দ্র মোদী

ইন্ডিয়ান এক্সপ্রেসকে তামিলসাই জানিয়েছেন, ‘অল্পবয়সী এবং নিরীহ দেখতে একটি মেয়ে’ বিজেপি সরকারের বিরুদ্ধে শ্লোগান তুলেছিল। তিনি বলেন, ‘‘আমি তিন নম্বর সিটে বসেছিলাম, ও ছিল ৮ নম্বর সিটে। বিমান নামার পরে আমি যখন বেরিয়ে আসছি তখন মেয়েটি আমায় দেখে ‘বিজেপি নিপাত যাক’ বলে চিৎকার করে ওঠে। আমি ফিরে তাকাতেই ফের একই কথা বলে ওঠে মেয়েটি। আমি প্রথমে ভেবেছিলাম উপেক্ষা করব। কিন্তু আমি বিমান থেকে বেরোনোর সময়ে মেয়েটি বারবার একই কথা বলে যাচ্ছিল। আমার সম্পর্কে কিছু মন্তব্যও করছিল মেয়েটি।’’

তামিলসাইয়ের বক্তব্য, যে ফ্যাসিস্ট শব্দটা ব্যবহার করছে সে নিরীহ হতে পারে না। তিনি বলেছেন, ‘‘কোনও নিরীহ মেয়ে এই শব্দ উচ্চারণ করতে পারে না। মেয়েটা বলেছিল ওর মতপ্রকাশের স্বাধীনতা আছে। মেয়েটা চিৎকার করে হাত মুঠো করে তুলে শ্লোগান দিচ্ছিল আর ‘ফ্যাসিস্ট’ বলছিল। আমার মনে হয়েছে আমি একজন সন্ত্রাসবাদীকে উপেক্ষা করতে পারি না, তাই আমি অভিযোগ দায়ের করেছি।’’

আরও পড়ুন, সরকারের সমালোচনা মানেই দেশদ্রোহিতা নয়: আইন কমিশন

তাঁর লোকজন সোফিয়াকে যে হেনস্থা করার অভিযোগ উঠেছে সে নিয়ে প্রশ্ন করা হলে তামিলসাই বলেন, ‘‘কথা কাটাকাটির সময়ে তারাও মেয়েটিকে প্রশ্ন করে। আমার সরকারের নিন্দা করায় আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। একটা সময়ে মেয়েটা বলে, আমার বিরুদ্ধে নয়, তার শ্লোগান বিজেপি সরকারের বিরুদ্ধে। কিন্তু বিমানে কি ও শুধু আমাকেই টার্গেট করছিল না? আমি ওর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ি শেষপর্যন্ত পুলিশ এসে আমাকে শান্ত করে। আমি ওদের বলে দিয়েছি, আমার সরকারের বিরুদ্ধে এভাবে প্রশ্ন তুললে আমি এড়িয়ে যেতে করতে পারব না।’’

তামিলসাই জানিয়েছেন, ‘‘সন্ধেবেলা আমি খবর পাই, স্টারলাইট বিক্ষোভের পিছনে যারা ছিল তারা মেয়েটির সমর্থনে থানায় গিয়েছিল। আমার কাছে খবর আছে, কানাডায় এই মেয়েটি কিছু গোষ্ঠীর সঙ্গে যুক্ত।"

আরও পড়ুন, তুতিকোরিন, স্টারলাইট বিক্ষোভের নেপথ্যে

সোফিয়ার বাবা তাঁর মেয়ের এ ধরনের মন্তব্য নিয়ে  চিন্তিত নন। তিনি বলেছেন, ‘‘একটা বিপজ্জনক শিল্প যখন এলাকাকে দূষিত করছে তখন মানুষ তার প্রতিবাদ করবেই। তাকে যে নামেই ডাকা হোক, সে নিয়ে আমি ভাবি না। আগেও আমার মেয়ে স্টারলাইট ইস্যুতে লেখালিখি করেছে, কারণ ও লেখায় বিশ্বাস করে। ও নিজে অঙ্ক ও পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করলেও লেখালিখি ওর শখ।’’

Human Rights bjp