scorecardresearch

অর্জুন দল ছাড়তেই তড়িঘড়ি বৈঠক, ড্যামেজ কন্ট্রোলে বাড়তি দায়িত্বে শুভেন্দু

অর্জুন সিং দল ছাড়ার পর এবার দায়িত্ব আরও বাড়তে চলেছে শুভেন্দু অধিকারীর।

Bjp gives more responsibility to suvendu adhikari after defection of arjun singh
বঙ্গ বিজেপিতে দায়িত্ব আরও বাড়ল শুভেন্দু অধিকারীর।

অর্জুন সিং দল ছাড়ার পর এবার দায়িত্ব আরও বাড়তে চলেছে শুভেন্দু অধিকারীর। সব কিছু ঠিকঠাক থাকলে এবার দলের বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্বে রাজ্যের বিরোধী দলনেতা। সোমবার নিউটাউনের হোটেলে জরুরি বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকেই শুভেন্দু অধিকারীকে বারাকপুর সাংগঠনিক জেলায় দলের কাজকর্ম দেখভালের দায়িত্ব দিতে সওয়াল তোলেন নেতারা। দলের শীর্ষ নেতৃত্বেরও এতে আপত্তি নেই বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

বেশ কয়েক সপ্তাহের জল্পনা সত্যি করে অবশেষে রবিবারের বারবেলায় পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরেছেন অর্জুন সিং। অর্জুন দল ছাড়তেই বারাকপুরে বিজেপির কাজকর্ম পরিচালনা নিয়ে নতুন করে চিন্তায় পড়ে যায় দলের বঙ্গ নেতৃত্ব। তড়িঘড়ি বৈঠকের সিদ্ধান্ত নেন সুকান্ত, শুভেন্দু, দিলীপরা।

জানা গিয়েছে, অর্জুন দল ছাড়তেই বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপিতে ব্যাপক রদবদল আনা হচ্ছে। সোমবার নিউটাউনের একটি হোটেলে জরুরি বৈঠকে বসেন দলের রাজ্য নেতৃত্ব। সেই বৈঠকে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালব্যরা। বৈঠকে দিল্লি থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। এতদিন বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির দেখভালের দায়িত্বে ছিলেন সাংসদ অর্জুন সিং।

আরও পড়ুন- চেয়েও পাননি ‘প্রয়োজনীয়’ নথি, নবান্নে লোকায়ুক্ত বৈঠকে থাকছেন না শুভেন্দু

তবে অর্জুন বিজেপি ছাড়ায় এবার বারাকপুরে দলের কাজ পরিচালনা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেছে বিজেপির বঙ্গ ব্রিগেড। বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির কাজকর্ম কীভাবে চলবে, দলের সংগঠন চাঙ্গা করতে কী কী তৎপরতা নেওয়া হতে পারে তা নিয়েই এদিন বৈঠক হয়।

সেই বৈঠকেই এবার শুভেন্দু অধিকারীর কাঁধেই বাড়তি দায়িত্ব সঁপে দিতে সওয়াল করেন দলের নেতারা। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই দলের শীর্ষ নেতারাও শুভেন্দুর বারাকপুরের দায়িত্ব নেওয়ার বিষয়টিতে প্রাথমিকভাবে সিলমোহর দিয়েই দিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Bjp gives more responsibility to suvendu adhikari after defection of arjun singh