আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন বড়সড়ভাবে পালনের সিদ্ধান্ত বিজেপির। দেশজুড়ে প্রধানমমন্ত্রীর জন্মোৎসব পালন করবে বিজেপি। পশ্চিমবঙ্গেও নানা অনুষ্ঠানের মাধ্যমে নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। শহরাঞ্চলের পাশাপাশি জেলাগুলিতেও একাধিক অনুষ্ঠান, রক্তদান শিবিরের আয়োজন করবে পদ্ম শিবির। অমিত শাহ, জেপি নাড্ডার নির্দেশে আগামী ১৭ সেপ্টেম্বর-৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মোৎসব পালন করা হবে জানিয়েছেন দিলীপ ঘোষ।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭১ বছরে পা দেবেন। মোদীর জন্মদিন উপলক্ষে এবার একটানা তিন সপ্তাহ ধরে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেই কর্মসূচি। চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
এদিন দিলীপ ঘোষ বলেন, ‘নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে সেবা-কাজ শুরু হবে। মোদীজির জীবনের উদ্দশ্য, জনসেবা সবার সামনে তুলে ধারার চেষ্টা হবে। মোদিজী যেভাবে নিজের জীবনকে জনগণের কাজে লাগিয়েছেন, সেটাই সবার সামনে তুলে ধরা উদ্দেশ্য।’
আরও পড়ুন- তৎপর সিবিআই, শিল্পসদনেই জিজ্ঞাসাবাদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে
নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পাশাপাশি মহাত্মা গান্ধী ও দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনও সাড়ম্বরে পালন করবে বিজেপি। এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘এই ২০ দিনের মধ্যে দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন ও গান্ধীজির জন্মদিনও রয়েছে। সব কর্মসূচিই আমরা পালন করব। তার প্রস্তুতি চলছে। প্রতিটি মণ্ডলে সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে।’ প্রধানমন্ত্রীর ৭১ বছরের জন্মদিন উপলক্ষে ৭১টি জায়গায় নদীর ঘাট পরিষ্কার করবে বিজেপির নেতা-কর্মীরা। এদিন সাংবাদিক বৈক করে জানিয়েছেন দিলীপ ঘোষ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন