অমিত মালব্য়র ‘কারসাজি’ টুইট, ‘ম্য়ানিপুলেটেড মিডিয়া’ তকমা টুইটারের

মালব্য়র টুইটকে ‘ম্য়ানিপুলেটেড মিডিয়া’ তকমা দেওয়া হয়েছে।

মালব্য়র টুইটকে ‘ম্য়ানিপুলেটেড মিডিয়া’ তকমা দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
অমিত মালব্য়,amit malviya

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়ের টুইটকে ‘ভুয়ো’ বলে চিহ্নিত করল খোদ টুইটার। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কৃষক বিক্ষোভ নিয়ে একটি ভিডিও এডিট করে সত্য়কে ‘বিকৃত’ করে টুইট করেন মালব্য়, ফ্য়াক্ট চেকের পর এমনটাই জানিয়েছে টুইটার। মালব্য়র টুইটকে ‘ম্য়ানিপুলেটেড মিডিয়া’ তকমা দেওয়া হয়েছে।

Advertisment

উল্লেখ্য়, গত ২৮ নভেম্বর প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একটি ছবি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, কৃষক বিক্ষোভ চলাকালীন একজন বৃদ্ধ আন্দোলনকারীকে লাঠি নিয়ে উদ্য়ত এক পুলিশকর্মী। সেই ছবির সঙ্গে একটি ভিডিও ক্লিপ টুইট করেন মালব্য়। যাতে দেখা যায়, ওই বৃদ্ধকে পুলিশ মারছেন না। ভিডিওর নীচে লেখা, ‘‘পুলিশকর্মী কৃষককে স্পর্শও করেননি’’।

Advertisment

আরও পড়ুন: ‘কৃষক বিরোধী’ বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্য়াহার নির্দল বিধায়কের

এরপর কয়েকটি ফ্য়াক্ট চেকিং সাইট আসল ভিডিওটি প্রকাশ করে। তাতে দেখা যায়, লাঠিপেটার অংশটি এডিট করে সরিয়েছেন মালব্য়। ফ্য়াক্ট চেকিং সাইট বুমলাইভ ওই কৃষককেও চিহ্নিত করে। ওই কৃষক দাবি করেছেন, তাঁকে আঘাত করা হয়েছে। সুকদেব সিং নামে পাঞ্জাবের কৃষক বুমলাইভকে জানিয়েছেন, ‘‘তাঁরা বলতেই পারেন যে আমায় মারেননি। আমার ক্ষতচিহ্ন দেখলেই বোঝা যাবে’’।

এ ঘটনায় অমিত মালব্য়র সঙ্গে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp