Advertisment

কলকাতার রাজপথে বিজেপির গর্জন, নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার গেরুয়াবাহিনী

মিছিলে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল-সহ আরও অনেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp rally, বিজেপির মিছিল

কলকাতায় বিজেপির মিছিল। ছবি: টুইটার।

কলকাতার রাজপথে গর্জে উঠল বিজেপি। নারী নির্যাতনের প্রতিবাদে আজ নন্দনের সামনে থেকে মিছিল করে বিজেপি। এক্সাইড থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত মিছিলে যোগ দিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল-সহ আরও অনেকে। উল্লেখ্য, কুমারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এদিন পথে নামে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Advertisment

bjp rally, বিজেপির মিছিল এক্সাইড মোড়ে বিজেপির মিছিল। ছবি: টুইটার।

আরও পড়ুন: ‘একুশে বাংলায় বিজেপি ২০০, তৃণমূল ৫০টি আসনও পাবে না’

bjp rally, বিজেপির মিছিল কুমারগঞ্জের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানাল বিজেপি। ছবি: টুইটার।

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও নারী নির্যাতনের অভিযোগে এদিন দুপুর ১২টায় নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিলের কথা ছিল বিজেপির। কিন্তু পুলিশের অনুমতি না থাকায় মিছিল শুরুতেই ‘বাধা’ পায়। কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয় বলে খবর। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় পদ্মবাহিনী। হাইকোর্টের নির্দেশে পরিবর্তিত রুট এক্সাইড থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত মিছিল শুরু করে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করতে হচ্ছে, এটা বাংলার কাছে লজ্জার’’।

আরও পড়ুন: ‘বাংলায় জেহাদি কার্যকলাপ’, নৈহাটি বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি লকেটের

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এদিন লকেট বলেন, ‘‘যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করেছেন আমাদের মিছিল আটকানোর জন্য। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এটা কী করে করতে পারেন’’।

bjp
Advertisment