Advertisment

আরিয়ান-কাণ্ডে ঘুরিয়ে নিশানা তৃণমূলকে, 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' শাহরুখকেও বিঁধলেন বিজেপি নেতা

পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। তাঁরই ছেলে আরিয়ানের নাম মাদক-কাণ্ডে জড়াতে আসরে রাজ্য বিজেপি নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bjp Leader Anirban Ganguly criticise Tmc as well as Sharukh regarding Ariyans arrest case

বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়

পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। তাঁরই ছেলে আরিয়ানের নাম মাদক-কাণ্ডে জড়াতে আসরে রাজ্য বিজেপি নেতা। আরিয়ানের কীর্তিতে বিজেপি নেতার রোষের মুখে বলিউড বাদশা। পশ্চিমবঙ্গের নাম জড়িয়েও বলিউডের 'বাজিগর'-কে আক্রমণ বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। শাহরুখকে নিশানা করে বিজেপি নেতা তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, 'শনিবার রাতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছিল এনসিবি। এমন একজন ব্র্যান্ড আম্বাসাডার যাঁর পরিবার এমন কুকীর্তির সাথে জড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম কি এমন ব্র্যান্ড আম্বাসাডারকেই আদর্শ মানবে?'

Advertisment

মাদক-কাণ্ডে আপাতত ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে শাহরুখ-পুত্র আরিয়ান খান। ধৃত বাকি ৭ জনেরও এনসিবি হেফাজতের মেয়াদ বেড়েছে তিন দিন। এনসিবি সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের ফোন ঘেঁটে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে অফিসারদের। সেই তথ্যের সত্যতা যাচাই করতে শাহরুখ পুত্রকে দফায়-দফায় জেরা করা প্রয়োজন। এই দাবিতেই তাঁর এনসিবি হেফাজত ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়। যদিও আপাপত আরিয়ানের এনসিবি হেফাজতের মেয়াদ তিন দিন বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করেছে আদালত।

এদিকে, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের ছেলের নাম মাদক-কাণ্ডে জড়াতেই আসরে বিজেপি। রাজ্য বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, 'মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের ব্র্যান্ড আম্বাসাডার শাহরুখ খান-এর ছেলে আরিয়ান খানকে। এমন একজন ব্র্যান্ড আম্বাসাডার যার পরিবার এমন কুকীর্তির সাথে জড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম কি এমন ব্র্যান্ড আম্বাসাডারকেই আদর্শ মানবে?'

publive-image

আরও পড়ুন- লখিমপুর কাণ্ডে বিজেপির মধ্যে দানা বাঁধছে ক্ষোভ, নেতৃত্বকেই কাঠগড়ায় তুলছেন নেতা-মন্ত্রীরা

তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে বিঁধে বিজেপি নেতা আরও লিখেছেন, 'ভারতবর্ষের সীমান্তবর্তী আমাদের রাজ্য। পাচার থেকে শুরু করে অনুপ্রবেশ-সহ একাধিক সমস্যায় জর্জরিত। আর ড্রাগস ব্যবসার টাকা যায় একাধিক জঙ্গি সংগঠনের হাতে। যাতে ভারতবর্ষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা যায়। তাই পশ্চিমবঙ্গকে ঘিরে যখন গভীর ষড়যন্ত্র চলছে, তখন আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভাবতে হবে, তার ঐতিহ্য রক্ষার সংকল্প আমাদেরই নিতে হবে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc sharukh khan West Bengal NCB BJP Leader
Advertisment