Advertisment

‘পুলিশের পেনশন কেড়ে নেব’, হুঙ্কার দিলীপ ঘোষের

'আমরা কিন্তু সব নজর রাখছি। আমরাই ক্ষমতায় আসবো। তখন যদি তাঁরা অবসরগ্রহণও করেন, তাহলে তাঁদের পেনশন থেকে টাকা আদায় করে সব উশুল করব।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি।

পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্ক সৃষ্টিতে তিনি মোটের উপর অভ্যস্ত। তবে এবার কর্মরত পুলিশদের 'সবক শেখাতে' গিয়ে তাঁদের অনাগত অবসরজীবনের সম্বল কেড়ে নেওয়ার হুমকি দিলেন দিলীপ ঘোষ। সোজা কথায়, পুলিশকর্মীদের পেনশন ছিনিয়ে নেওয়ার হুঙ্কার দিলেন বিজেপি রাজ্য সভাপতি। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এই অভিযোগে সরব হয়ে এবার দিলীপ বললেন, ‘‘যেসব পুলিশ কর্মীরা মিথ্যা মামলায় আমাদের কর্মীদের জেলে ভরছেন, তাঁদের নাম লিখে রাখছি। ক্ষমতায় এলে ব্যবস্থা নেব। যদি তাঁরা (পুলিশকর্মী) অবসরগ্রহণ করেন, তাহলে তাঁদের থেকে পেনশনের টাকা আদায় করব’’।

Advertisment

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?

বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, ‘‘আমাদের হাজার হাজার কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুরছে পুলিশ। তাঁদের (পুলিশকর্মী) বলেছি, আমরা কিন্তু সব নজর রাখছি। সকলের নাম লিখে রাখছি। ক্ষমতায় আসার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তখন যদি তাঁরা অবসরগ্রহণও করেন, তাহলে তাঁদের পেনশন থেকে টাকা আদায় করে সব উশুল করব’’।

আরও পড়ুন: কুকুরের মাংস খান, শ্লেষ দিলীপ ঘোষের

উল্লেখ্য, এর আগেও একাধিকবার পুলিশের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে আগেও দিলীপের গলায় হুমকির সুর শোনা গিয়েছে। বেশ কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এক সভায় দিলীপ বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গে সবচেয়ে খারাপ অবস্থা পুলিশের…সেদিন টিভিতে দেখলাম একজন পুলিশকে ধাক্কা মেরে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল। কারণ, গাড়ি দাঁড় করিয়ে তোলা তুলছিল পুলিশ। কেন পুলিশকে ভয় পাবে? পুলিশের এখন দুরবস্থা। লোকের কাছে মার খেতে হচ্ছে। আমার মনে হয় এবার বাড়িতে বউয়ের কাছেও মার খাবে পুলিশ’’।

Read the full story in English

dilip ghosh
Advertisment