Advertisment

‘আমাদের সভায় যেন না আসে, তাহলে হাসপাতালে যেতে হবে’, তৃণমূলকে হুমকি দিলীপের

‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন, তাই লোক নেই ধর্না-মিছিলে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh, দিলীপ ঘোষ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

‘ঝামেলা না বলে রাজনীতি হয় নাকি!’ একথা বলে ক’দিন আগেই বিতর্ক বাধিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তৃণমূলকে কার্যত হুমকি দিয়ে দিলীপ বললেন, ‘‘আমাদের সভায় যেন না আসে, তাহলে হাসপাতালে যেতে হবে’’। উল্লেখ্য, সোমবার বারুইপুরে অভিনন্দন সভা করেন দিলীপ। সভার পাশ দিয়েই মিছিল করে তৃণমূল। যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত ছিল ওই এলাকায়।

Advertisment

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার দিলীপের মুখে হুমকির সুর শুনেছে বঙ্গ রাজনীতি। কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন, ‘‘আমাদের অফিসে কেউ ভুল করে এলে, যেন স্ট্রেচার সঙ্গে নিয়ে আসে, না হলে হেঁটে ফিরতে পারবে না’’। এরপর গত সপ্তাহে দিলীপ বলেন, ‘‘ঝামেলা না হলে রাজনীতি হয় নাকি! হয় ওরা করবে, না হয় আমরা করব। এটাই তো বাংলার রাজনীতি’’।

আরও পড়ুন: ‘ভোটার আইডি-রেশন কার্ড লাগবে না’, তাহলে কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে? জানালেন দিলীপ ঘোষ

অন্যদিকে, এদিন সিএএ ও এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচিকে নিশানা করে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, ‘‘দেশে কারও ভয় পাওয়ার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অসুরক্ষিত ভাবছেন, তাই ছুটছেন। বিজেপি কখনও নিষ্ঠুরতা দেখায়নি। উনি দেখিয়েছেন।

আরও পড়ুন: ‘তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে প্রায়শ্চিত্ত করেছি’

যাঁরা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করেছেন, তাঁদের কড়া হাতে দমন করছে বিজেপি সরকার’’। এ প্রসঙ্গে দিলীপ আরও বলেন, ‘‘কে বলেছে., এখানে (বাংলা) এনআরসি হবে? আসামে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। বাংলার যা পরিস্থিতি, তাতে আমরা বলেছি এনআরসি করা দরকার। কিন্তু কে করবে, কবে করবে কিছুই বলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন, তাই লোক নেই ধর্না-মিছিলে’’।

dilip ghosh
Advertisment