তৃণমূলে থেকে কি তিনি পাপ করেছিলেন? তাই কি বিজেপিতে যোগ দিয়ে তার প্রায়শ্চিত্ত করছেন? বিজেপি নেতা তথা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডার মন্তব্যে এমন প্রশ্নই ঘুরপাক খেল বঙ্গ রাজনীতিতে।
তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে শঙ্কুদেব বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস কোনওদিন যদি ভারতদের ক্ষমতায় আসে, জানি না এমনটা হবে কিনা, তাহলে ওদের যা ট্রেন্ড, তাতে হয়তো রাজ্যপাল পোস্টটাই তুলে দেবে। হয়তো মুখ্যমন্ত্রী পদটাই তুলে দেবে। শুধু ওদের নেত্রী দেশ চালাবেন। গণতন্ত্রভঙ্গকারী সব কথা বলছেন, আইনি পদক্ষেপ করা দরকার’’। এপপরই শঙ্কুদেবকে বলতে শোনা যায়, ‘‘বিজেপিতে গিয়ে প্রায়শ্চিত্ত করেছি’’।
শঙ্কুদেব পণ্ডা। ছবি: টুইটার।
আরও পড়ুন: ‘আমাদের সভায় যেন না আসে, তাহলে হাসপাতালে যেতে হবে’, তৃণমূলকে হুমকি দিলীপের
src="https://www.youtube.com/embed/MxpYFe8Hkkw" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
আরও পড়ুন: জোট বেঁধে সারা দেশে বিজেপিকে একা করে দিন: মমতা
উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে ছিলেন শঙ্কুদেব পণ্ডা। চিটাফান্ড কেলঙ্কারিতে নাম জড়িয়েছিল শঙ্কুর। এরপর লোকসভা ভোটের মুখে দলবদলে বিজেপিতে যোগ দেন শঙ্কুদেব। রাজনৈতিক মহলের খবর, একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দেন শঙ্কুদেব। বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে সরব হন শঙ্কুদেব।