রাজ্য বাজেটকে তুলোধনা শুভেন্দু অধিকারীর। 'বাজেটে শুধুই কেন্দ্রের নিন্দা। দিশাহীন বাজেট রাজ্যের।' তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, কেন্দ্রের একাধিক প্রকল্পের নাম বদলে রাজ্য নিজের নামে চালাচ্ছে বলেও এদিন অভিযোগে সরব হয়েছে বিজেপি।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতেই তুমুল হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা। পরে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বাজেটের তুমুল সমালোচনা করেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রের কাছে ৯০ হাজার কোটি টাকা পাওনা নিয়ে সরব হন। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৯০ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাই। জিএসটি নিয়ে যাচ্ছে, সেই ভাগ পুরো দিচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, আর টাকা দেয় না। তাতেই বড় বড় নাম দেয়, কেন্দ্রের নামে চিঠি পাঠায়।”
মুখ্যমন্ত্রীর এই দাবি প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, ''৯০ হাজার কোটির গল্প শোনাচ্ছেন। কেন কেন্দ্র টাকা দেবে, তার উল্লেখ নেই। বাজেটেও কেন্দ্রের নিন্দা রাজ্যের। বাজেটে শিল্পের উল্লেখ নেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশ, জমি নীতি নেই।''
আরও পড়ুন- ‘উত্তরপ্রদেশে EVM-এর ফরেন্সিক তদন্ত হোক’, দাবি মমতার, ফের বিরোধী জোটেই আস্থা
রাজ্য বাজেটকে দিশাহীন বলে বিরোধী দলনেতার আরও তোপ, ''এই বাজেট শুধুই রাজনৈতিক, কোনও দিশা নেই। ভোট নেই তাই বাজেট নিয়ে প্রতিশ্রুতিও নেই। আমফানের পরে টাকা দিয়েছিল কেন্দ্র। এখন বলছেন কেন্দ্র কোনও সাহায্য করেনি।''
আরও পড়ুন- ‘কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে’, বাজেট অধিবেশন ওয়াকআউট বিজেপির
বার্ধক্য ভাতা নিয়ে রাজ্যের সওয়ালও সর্বৈব মিথ্যা বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। তাঁর কথায়, ''বার্ধক্য ভাতার ৮০০ টাকা দেয় কেন্দ্র। ২০০ টাকা দেয় রাজ্য সরকার। উত্তর প্রদেশের ৩ কোটি মানুষ এমন ভাতা পান। রাজ্যের বাজেট তৃণমূলের রাজনৈতিক লিফলেট।''
এরই পাশাপাশি দেউচা পচামিতে রাজ্যের প্রস্তাবিত শিল্প নিয়েও এদিন মুখ খুলেছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, দেউচা-পচামিতে শিল্প স্থাপনের নামে আদিবাসীদের স্বার্থ ক্ষুন্ন করার চেষ্টা হলে তাঁদের পাশে দাঁড়াবে বিজেপি।