Advertisment

ভোটের আগে রাজস্থানে আরও চাপে বিজেপি, কংগ্রেসে যোগ হরিশ মিনার

বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানে এবার বড়সড় ধাক্কা খেল বিজেপি। ভোটের মুখে দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সাংসদ হরিশ মিনা।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি

কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সাংসদ হরিশ মিনা। প্রতীকী ছবি।

বিধানসভা ভোটের আগে রাজস্থানে এবার বড়সড় ধাক্কা খেল বিজেপি। ভোটের মুখে দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সাংসদ হরিশ মিনা। বুধবার কংগ্রেসে যোগ দিলেন দৌসা এলাকার সাংসদ। এদিন তাঁকে দলে স্বাগত জানান সে রাজ্যের কংগ্রেস প্রধান শচীন পাইলট ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে বিধানসভা ভোটে কংগ্রেসের হয়ে হরিশ লড়বেন বলেও এদিন জানানো হয়েছে।

Advertisment

২০১৪ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন আইপিএস অফিসার হরিশ মিনা। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজস্থানের ডিজি হিসেবে কর্মরত ছিলেন হরিশ। ওই সাংসদের কংগ্রেসে যোগদান নিয়ে শচীন পাইলট বলেছেন যে, হরিশের কংগ্রেসে যোগদানের ফলে দল আরও মজবুত হবে। তিনি আরও বলেন, ‘‘বিজেপি যাঁরা ছাড়ছেন সেসব নেতাদের একটা লম্বা তালিকা হয়েছে। সে দলের বোঝা উচিত কেন এমনটা হচ্ছে।’’ এদিনের এক অনুষ্ঠানে অশোক গেহলত বলেছেন, ‘‘আমি ও শচীন পাইলট, দুজনেই রাজস্থানের বিধানসভা নির্বাচনে লড়ব।’’

আরও পড়ুন, ভোটের মুখে দল ছাড়লেন রাজস্থানের আরেক বিজেপি বিধায়ক

তবে হরিশ একা নন, আগেই দল ছাড়ার কথা ঘোষণা করেছেন সে রাজ্যের এক মন্ত্রী সুরেন্দ্র গোয়েল। ভোটে লড়ার টিকিট না মেলাতেই ক্ষুব্ধ হয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন নাগৌর জেলার বিজেপি বিধায়ক হাবিবুর রহমানও। উল্লেখ্য, গত মাসে বিজেপি নেতা যশবন্ত সিংয়ের ছেলে তথা প্রাক্তন বিধায়ক মানবেন্দ্র সিং কংগ্রেসে যোগ দেন। ২০১৩ সালে বিজেপির হয়ে ভোটে জেতেন মানবেন্দ্র। গত সেপ্টেম্বরের এক সভায় তিনি জানান যে, বিজেপি ছাড়ছেন। একের পর এক দলীয় নেতাদের পদত্যাগের জেরে ভোটের মুখে স্বভাবতই চাপে গেরুয়াবাহিনী।

Read the full story in English

bjp rajasthan
Advertisment