জাল ভোটারদের উপর দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধিত আইন ও এনআরসি ইস্যুতে হুগলির সাংসদ বলেন, ‘‘সিএএ-র পর এনআরসি হবেই। এনআরসি হলে অনুপ্রবেশকারীদের যেতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কোটি জাল ভোটার রয়েছে। ওই ভোটারদের উপর নির্ভর করছে ওঁর সরকার থাকবে কিনা’’।
আরও পড়ুন: ‘বাংলার হিংসাই বলে দিচ্ছে এরাজ্যে এনআরসি চাই’
‘মমতা একুশে সরকার গড়তে পারবেন না’
সিএএ-এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে লকেট বলেন, ‘‘ জাল ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে এখানে নাগরিক ভেবে বসবাস করছেন। জাল ভোটার কার্ডে এরকম ১ কোটি ভোটারের নাম রয়েছে। এরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার। ওই ভোটারদের উপর নির্ভর করছে ওঁর সরকার থাকবে কিনা। এই এক কোটি ভোটার চলে গেলে, ২০২১ সালে সরকার গড়তে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়’’।
একুশে মমতার সরকার থাকবে কি? জানিয়ে দিলেন লকেট pic.twitter.com/ScbL6729xp
— IE Bangla (@ieBangla) December 21, 2019
https://platform.twitter.com/widgets.js
আরও পড়ুন: ‘মমতার বিরুদ্ধে খুনের মামলার কাগজ লোপাট আদালতে’
এনআরসি হলে কি ওই ১ কোটি ভোটারকে বাইরে যেতে হবে? জবাবে লকেট বলেন, ‘‘এনআরসি হলে অনুপ্রবেশকারীদের বাইরে যেতেই হবে’’। অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করে লকেট বলেন, ‘‘বেলেঘাটা, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, কতজনকে গ্রেফতার করেছেন? আমাদের বিজেপি কর্মীদের তো মিথ্যা মামলায় অহরহ গ্রেফতার করা হচ্ছে। উল্টে বলছেন, যারা এসব গোলমাল করছে, তারা বিজেপির লোক। মিথ্যা কথা বলছেন উনি। এনআরসি বন্ধ করার ছক কষা হচ্ছে’’।
আরও পড়ুন: ‘অটলজি বেঁচে থাকলে এখন রাজধর্ম পালন করতে বলতেন’
অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সিএএ বিক্ষোভের আঁচ পড়েছে বাংলাতেও। এ প্রসঙ্গে এদিন বিজেপি নেত্রী বলেন, ‘‘যারা হিংসা করছে, তারা দেশের নাগরিক নয়। যদি তারা ভারতবাসী হিসেবে নিজেদের মনে করত, তাহলে ওভাবে ট্রেনে আগুন লাগাত না, বাস জ্বালাত না, পাথর ছুড়ত না। ওরা দেশের নাগরিক নয়’’।