Advertisment

বিজেপি খুশি নয়, আসাম এনআরসি থেকে কেন এত কম মানুষ বাদ পড়লেন, প্রশ্ন বিশ্বশর্মার

আসামের সীমান্তবর্তী জেলায় নাগরিকের তথ্যপঞ্জি পুনরায় খতিয়ে দেখার আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বিজেপি ও আসাম সরকার, জানালেন আসামের মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Himanta Biswa Sarma, হিমন্ত বিশ্বশর্মা

হিমন্ত বিশ্বশর্মা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর সন্তুষ্ট নয় গেরুয়া শিবির। এনআরসি-র তালিকাছুটদের সংখ্যা নিয়ে ‘খুশি নন’ বিজেপি নেতৃত্ব। তালিকাছুটদের সংখ্যা আরও বেশি হতে পারত বলেই মনে করছে পদ্মশিবির। এ ইস্যুতে নিজেদের লড়াই চালিয়ে যাবে বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, আসামের সীমান্তবর্তী জেলায় নাগরিকের তথ্যপঞ্জি পুনরায় খতিয়ে দেখার আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বিজেপি ও আসাম সরকার, এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশের পর একথাই জানালেন সে রাজ্যের বিজেপির শীর্ষস্থানীয় নেতা তথা আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Advertisment

আরও পড়ুন: Assam NRC Final List 2019: অসম এনআরসি: কীভাবে দেখবেন নামের তালিকা? জেনে নিন

এ প্রসঙ্গে, ইন্ডিয়ান এক্সপ্রেসকে হিমন্ত বিশ্বশর্মা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, দেশের অনেক মানুষই এই প্রক্রিয়ায় সন্তুষ্ট হননি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে বিজেপির বক্তব্য জানানো হয়নি। তিনি বলেন, ‘‘আসামবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেনি এনআরসি। ১৯ লক্ষের নাম বাদ পড়েছে, যার মধ্যে ৩.৮০ লক্ষ মানুষ আবেদনই জানাননি। আবার এর মধ্যে অনেকেই মারা গিয়েছেন। ফলে আদতে তালিকাছুটদের সংখ্যা ১৫ লক্ষ। যার মধ্যে ৫-৬ লক্ষ মানুষ রয়েছেন, যাঁরা বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন’’।

আরও পড়ুন: Assam NRC Final List Live Updates: এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত, রয়েছে ৩ কোটির বেশি নাম, বাদ পড়ল ১৯ লক্ষ

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ‘‘এনআরসি কর্তৃপক্ষ রিফিউজি সার্টিফিকেট নেননি। এ বিষয়টি ট্রাইব্যুনাল ঠিক করবে। তাছাড়া, এমন অনেকে রয়েছেন, যাঁদের বাবা-মা’র নাম রয়েছে তালিকায়, অথচ তাঁদের নাম নেই। ফলে তাঁদের নাম যখন নথিভুক্ত করা হবে, তখন তালিকাছুটদের মোট সংখ্যা হবে প্রায় ৬-৭ লক্ষ, যা খুবই কম’’। বিজেপি নেতা বলেন, আসামবাসী খুশি নন, কারণ তালিকাছুটদের সংখ্যা যতটা হতে পারত বলে ভাবা হয়েছিল, ততটা হয়নি। তালিকাছুটদের নাম আরও বেশি হতে পারত’’। উল্লেখ্য, এনআরসিতে অন্তর্ভুক্তি ও বাদ পড়ার তালিকার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। আর সে কারণেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে ২০ শতাংশ নাগরিকের তথ্যপঞ্জি খতিয়ে দেখার দাবি জানিয়েছিল সরকার। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত।

Read the full story in English

nrc
Advertisment