করোনা কালে বাদল অধিবেশনের প্রথম দিনই তেতে রইল সংসদ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে 'অসংসদীয়' মন্তব্য় করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে। আর এ অভিযোগ নিয়েই সরব হল শাসক দল বিজেপি। নিঃশর্তে সৌগত রায়কে ক্ষমা চাইতে হবে, এ দাবিতে সোচ্চার হলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সৌগতর মন্তব্য় সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
এদিন, লোকসভায় ব্য়াঙ্কিং নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল নিয়ে আলোচনা চলাকালীন নির্মলাকে নিশানা করে মন্তব্য় করেন তৃণমূল সাংসদ। এরপরই সৌগতকে পাল্টা আক্রমণ করে প্রহ্লাদ বলেন, ''আমরাও এটা করতে পারি। কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। উনি একজন বর্ষীয়ান সদস্য়। উনি এটা কী বলছেন? ওঁর নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত। এটা সমগ্র নারীজাতির অপমান''।
আরও পড়ুন: লকডাউনে কতজন পরিযায়ীর মৃত্য়ু, ‘জানেই না’ কেন্দ্র
সৌগত রায়ের মন্তব্য়ের তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি-সহ অন্য়ান্য় বিজেপি সদস্য়। সৌগতর মন্তব্য় প্রসঙ্গে নির্মলা বলেন, ''অন্য়দিকে নজর না দিয়ে যদি নিজের কথা শোনেন উনি''। সবমিলিয়ে সৌগত রায়ের মন্তব্য় ঘিরে রীতিমতো হইহট্টগোল শুরু হয়ে যায় এদিন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
নির্মলাকে নিয়ে সৌগতর অসংসদীয় মন্তব্য়, লোকসভায় তুমুল হইচই
নিঃশর্তে সৌগত রায়কে ক্ষমা চাইতে হবে, এ দাবিতে সোচ্চার হলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সৌগতর মন্তব্য় সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেন লোকসভার স্পিকার ।
নিঃশর্তে সৌগত রায়কে ক্ষমা চাইতে হবে, এ দাবিতে সোচ্চার হলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সৌগতর মন্তব্য় সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেন লোকসভার স্পিকার ।
সৌগত রায় ও নির্মলা সীতারামন।
করোনা কালে বাদল অধিবেশনের প্রথম দিনই তেতে রইল সংসদ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে 'অসংসদীয়' মন্তব্য় করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে। আর এ অভিযোগ নিয়েই সরব হল শাসক দল বিজেপি। নিঃশর্তে সৌগত রায়কে ক্ষমা চাইতে হবে, এ দাবিতে সোচ্চার হলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সৌগতর মন্তব্য় সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
এদিন, লোকসভায় ব্য়াঙ্কিং নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল নিয়ে আলোচনা চলাকালীন নির্মলাকে নিশানা করে মন্তব্য় করেন তৃণমূল সাংসদ। এরপরই সৌগতকে পাল্টা আক্রমণ করে প্রহ্লাদ বলেন, ''আমরাও এটা করতে পারি। কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। উনি একজন বর্ষীয়ান সদস্য়। উনি এটা কী বলছেন? ওঁর নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত। এটা সমগ্র নারীজাতির অপমান''।
আরও পড়ুন: লকডাউনে কতজন পরিযায়ীর মৃত্য়ু, ‘জানেই না’ কেন্দ্র
সৌগত রায়ের মন্তব্য়ের তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি-সহ অন্য়ান্য় বিজেপি সদস্য়। সৌগতর মন্তব্য় প্রসঙ্গে নির্মলা বলেন, ''অন্য়দিকে নজর না দিয়ে যদি নিজের কথা শোনেন উনি''। সবমিলিয়ে সৌগত রায়ের মন্তব্য় ঘিরে রীতিমতো হইহট্টগোল শুরু হয়ে যায় এদিন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন