Advertisment

'নিখোঁজ' বিজেপির তারকা বিধায়ক হিরণ! সন্ধান চেয়ে খড়গপুরে পোস্টার-ব্যানারে ছয়লাপ

ব্যানারে লেখা- "সৌজন্যে খড়গপুরের সাধারণ মানুষ।"

author-image
IE Bangla Web Desk
New Update
Hiraan Chatterjee, BJP, Kharagpur, Bengal News, bengali news today, খড়গপুর, হিরণ চট্টোপাধ্যায়

নিরুদ্দেশ হিরণ চট্টোোপাধ্যায়! খড়গপুরে ছেয়ে গেল ব্যানার

নিখোঁজ বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। বিজেপির (BJP) তারকা বিধায়কের বিরুদ্ধে এরকম পোস্টারেই ছয়লাপ হয়ে গিয়েছে খড়গপুর (Kharagpur)। একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। জিতে বিধায়কও হয়েছেন। এরপর ময়দানে মাস্ক-স্যানিডাই বিলি করতে হিরণের দেখা পাওয়া গেলেও রাজ্য রাজনীতির অন্দরে বিরোধী পক্ষের সঙ্গে চাপানউতোর পর থেকে তাঁর আর দেখা পাওয়া যাচ্ছে না। এমনই সব দাবি উঠেছে এলাকায়। রাজ্যের শাসক দল অবশ্য সায় দিয়েছে এতে।

Advertisment

গত শুক্রবার মেদিনীপুরের তালবাগিচায় প্রথম হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিঁখোজ পোস্টার নজরে আসে। এলাকার আনাচে-কানাতে ভরে গিয়েছে সেই হাতে আঁকা কার্টুন পোস্টারে। এমনকী কোনওটায় আবার নিরুদ্দেশ বিধায়ককে খুঁজে দেওয়ার আবদারও করা হয়েছে। তবে এবার আর ছোটখাট পোস্টার নয়, বরং বড় ব্যানার লাগানো হয়েছে।

<আরও পড়ুন: ভোটে হেরে রাজনীতি অতীত! টেলিপর্দায় নয়া সিরিয়ালে পাপিয়া অধিকারী>

সোমবার সকালেও 'সন্ধান চাই' আবেদনে খড়গপুরের একাধিক এলাকায় ব্যানার ছেয়ে গিয়েছে। খড়গপুর লোকাল থানা মোড়, পুরাকন বাজার, গোলবাজার, কৌশল্যা মোড়-সহ বিভিন্ন জায়গায় ব্যানার পাওয়া গিয়েছে। যাতে জ্বলজ্বল করছে লেখা- "সন্ধান চাই। নিখোঁজ তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সৌজন্যে- খড়গপুর শহরের সাধারণ মানুষ।"

উল্লেখ্য, খাস দিলীপ ঘোষ-গড়ে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এমন নিরুদ্দেশ পোস্ট-ব্যানার নিয়ে তৃণমূল-বিজেপির তরজাও বেঁধেছে এদিকে বিধায়কের সাফ উত্তর- "নিঁখোজ নই। বিধানসভায় কাজে হচ্ছে।" এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Kharagpur Hiraan Chatterjee West Bengal News
Advertisment