গরুর দুধে সোনা রয়েছে! এমন আজব মন্তব্য করেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার নিজের এই বক্তব্যে অনড় থেকে সমালোচকদের উদ্দেশে বিজেপি সাংসদের জবাব, ‘‘যা বলেছি ভেবেই বলেছি। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে...যাঁরা বুঝতে পারছেন না, তাঁরাই চেঁচামেচি করছেন’’।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘ভেবেই বলেছি। এটাই আমার মত। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তো। যাঁরা বিজ্ঞান বোঝেন না, গরুও বোঝেন না, তাঁরাই চেঁচামেচি করছেন’’।
আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে শোভন-বৈশাখী, সঙ্গী বিজেপি নেতা
উল্লেখ্য, ক’দিন আগে গরুর দুধ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘দেশি গরুর পিঠে কুঁজ রয়েছে। বিদেশি গরুদের পিঠে তা থাকে না। তাদের পিঠ মোষদের মত মসৃণ হয়। ওই কুঁজে ‘স্বর্ণ নাড়ি’ রয়েছে। যখন সূর্যের রশ্মি ওই কুঁজে এসে পড়ে, তখন সোনা তৈরি হয়। এ কারণেই দেশি গরুর দুধ হলদে রঙের হয়, হাল্কা সোনালী হয়। কারণ এতে সোনা রয়েছে। কেউ যদি শুধু দেশি গরুর দুধ খান, তাহলে আর কিছু খাওয়ার দরকার হবে না’’। দিলীপের এই মন্তব্যে তুমুল সমালোচনা চলে বিভিন্ন মহলে।
দিলীপ ঘোষের এহেন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হয়েছে। কেউ বলছেন বাংলায় আরও একটি নোবেল আসতে চলেছে, তো কেউ প্রস্তাব দিচ্ছেন মাদার ডেয়ারি জুয়েলার্স খোলার জন্য। এক নেটিজেন আবার গরু পুষে বউবাজারে পাইকারি দোকান খোলার কথাও বাতলেছেন।
গরুর দুধে সোনা আছে, বিজ্ঞান না বুঝেই সমালোচনা হচ্ছে: দিলীপ
গরুর দুধে সোনা রয়েছে! নিজের এই মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Follow Us
গরুর দুধে সোনা রয়েছে! এমন আজব মন্তব্য করেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার নিজের এই বক্তব্যে অনড় থেকে সমালোচকদের উদ্দেশে বিজেপি সাংসদের জবাব, ‘‘যা বলেছি ভেবেই বলেছি। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে...যাঁরা বুঝতে পারছেন না, তাঁরাই চেঁচামেচি করছেন’’।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘ভেবেই বলেছি। এটাই আমার মত। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তো। যাঁরা বিজ্ঞান বোঝেন না, গরুও বোঝেন না, তাঁরাই চেঁচামেচি করছেন’’।
আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে শোভন-বৈশাখী, সঙ্গী বিজেপি নেতা
উল্লেখ্য, ক’দিন আগে গরুর দুধ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘দেশি গরুর পিঠে কুঁজ রয়েছে। বিদেশি গরুদের পিঠে তা থাকে না। তাদের পিঠ মোষদের মত মসৃণ হয়। ওই কুঁজে ‘স্বর্ণ নাড়ি’ রয়েছে। যখন সূর্যের রশ্মি ওই কুঁজে এসে পড়ে, তখন সোনা তৈরি হয়। এ কারণেই দেশি গরুর দুধ হলদে রঙের হয়, হাল্কা সোনালী হয়। কারণ এতে সোনা রয়েছে। কেউ যদি শুধু দেশি গরুর দুধ খান, তাহলে আর কিছু খাওয়ার দরকার হবে না’’। দিলীপের এই মন্তব্যে তুমুল সমালোচনা চলে বিভিন্ন মহলে।
দিলীপ ঘোষের এহেন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হয়েছে। কেউ বলছেন বাংলায় আরও একটি নোবেল আসতে চলেছে, তো কেউ প্রস্তাব দিচ্ছেন মাদার ডেয়ারি জুয়েলার্স খোলার জন্য। এক নেটিজেন আবার গরু পুষে বউবাজারে পাইকারি দোকান খোলার কথাও বাতলেছেন।