বঙ্গ বিজেপিতে ফের ধাক্কা, এবার দলের রাজ্য সম্পাদকের পদ ছাড়লেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। রবিবারই পদত্যাগের ঘোষণা করেন তিনি। দলের মুর্শিদাবাদ সাংগঠনিক দক্ষিণ জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের ঘোষণা গৌরীশঙ্কর ঘোষের। বিজেপি রাজ্য সভাপতিকে পদত্যাগের কথা জানিয়ে চিঠিও পাঠিয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এদিকে, গৌরীশঙ্করের ইস্তফা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেই তোপ দেগেছেন অনুপম হাজরা। 'কেন এমন ইস্তফা? রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত', সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার।
Advertisment
বিজেপি রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদে দলের কাজ নিয়ে তাঁর একাধিক অসন্তোষ রয়েছে। এব্যাপারে তাঁর নিশানায় মুর্শিদাবাদ সাংগঠনিক দক্ষিণ জেলা সভাপতি। তাঁর অভিযোগ, জেলায় দলের নানা কাজের ব্যাপারে তিনি বিধায়ক হয়েও কিছু জানতে পারছেন না। তাঁকে গুরুত্বই দিচ্ছেন না তাঁরই দলের নেতাদের একাংশ। তাঁর আরও অভিযোগ, এব্যাপারে দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
মুর্শিদাবাদ সাংগঠনিক দক্ষিণ জেলা বিজেপি সভাপতি নিজের ইচ্ছায় দলের কাজ চালাচ্ছেন বলেও অভিযোগ গৌরীশঙ্করের। গত পুরভোটে মুর্শিদাবাদ সাংগঠনিক দক্ষিণ জেলা বিজেপি সভাপতির নেওয়া একের পর এক সিদ্ধান্তের জেরেই দলের শোচনীয় ফল হয়েছে বলেও অভিযোগ তাঁর। রবিবারই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি লিখে পদ ছাড়ার কথা জানিয়েছেন গৌরীশঙ্কর ঘোষ।
এদিকে, গৌরীশঙ্কর ঘোষ পদ ছাড়তেই ময়দানে আরও এক বিজেপি নেতা অনুপম হাজরা। দলের রাজ্য নেতৃত্বের দিকেই আঙুল তুলেছেন অনুপম। একুশের বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকে দল ছেড়েছেন একের পর বিজেপি নেতা। যা নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। এবার রাজ্য সম্পাদক পদ থেকে গৌরীশঙ্কর ঘোষের সরে যাওয়া নিয়ে মুখ খুলেছেন দলেরই নেতা অনুপম হাজরা।
ফেসবুক পোস্টে অনুপম এদিন লিখেছেন, '' কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত !!! আমি যতদূর জানি গৌরীশংকর বাবু একজন ভালো সংগঠক !!! যাদেরকে এতদিন গুরুত্ব দেওয়া হলো তারা সব দল ছেড়ে চলে গেছে, আর যারা এতদিন মাটি কামড়ে পড়েছিল, তারা ইস্তফা দিচ্ছেন।''