Advertisment

করদাতাদের টাকা লুটে আলাপনকে বেতন দেবেন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর

"মুখ্যসচিব এখন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। জনগণের করের টাকায় আরামে বসে ২.৫ লক্ষ টাকা বেতন ভোগ করবেন। "

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari attack mamata banerjee on bhawanipur bypoll

মমতাকে কটাক্ষ শুভেন্দুর।

Suvendhu Adhikari Mamata Banerjee: ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অনুপস্থিতির নেপথ্যে শুভেন্দুকে দুষেছেন মমতা। সোমবার নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী এমনটাই উল্লেখ করেছেন। আর এরপরই তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী।

Advertisment

ঠিক কী জানিয়েছেন বিজেপি নেতা?

মঙ্গলবার গোটা ঘটনা নিয়ে শুভেন্দু লেখেন, "পশ্চিমবঙ্গে শুধু শুধু নাটক চলছে। নিজের অহংকার বজায় রাখতে গিয়ে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদায়ী মুখ্যসচিব কী এমন বিষয় জানতেন যার জন্য তাঁকেও বৈঠকে আসতে দেওয়া হল না? ঘূর্ণিঝড় ইয়াসের কারণে জনগণকে নিরপেক্ষভাবে সহায়তা করতে প্রধানমন্ত্রীর বৈঠকে আসা মুখ্যসচিবের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

এখানেই থেমে থাকেননি শুভেন্দু। শিশির অধিকারী পুত্রের কথায়, "বিদায়ী মুখ্যসচিবের বিরুদ্ধে আইন ভাঙার জন্য কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। করদাতাদের অর্থ লুট করা তৃণমূলের স্বভাব। মুখ্যসচিব এখন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। জনগণের করের টাকায় আরামে বসে ২.৫ লক্ষ টাকা বেতন ভোগ করবেন। করদাতাদের কঠোর উপার্জিত অর্থ ব্যয় করার আরও ভাল উপায় রয়েছে। সেটা করলে ভাল হত।"

আরও পড়ুন, মমতার ‘মেসেজ’ প্রকাশ্যে আনলেন ধনকড়, ‘কোনও মেরুদণ্ড নেই’ কটাক্ষ কল্যাণের

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীকে লেখা চিঠির একদম শেষে মমতা লিখেছিলেন, "মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকে আপনার দলের এক স্থানীয় বিধায়কের নাম ছিল। তাঁর উপস্থিত থাকার কোনও এক্তিয়ার নেই"। এই ঘটনার পরই একদা নেত্রীর বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Suvendu Adhikari Alapan Banerjee
Advertisment