একুশের বিধানসভা নির্বাচন হতে এখনও মাস কয়েক বাকি। তার আগেই তৃণমূল বনাম বিজেপি চাপানউতোরে বাংলার বুকে ভোটের দামামা বেজে গিয়েছে। একুশে তৃণমূলের হ্য়াটট্রিক না কি বাংলায় প্রথমবার ফুটবে পদ্মফুল? এ প্রশ্নে তোলপাড় রাজ্য় রাজনীতি। এই আবহে বাংলায় দুশোরও বেশি আসন পাবে বিজেপি, এমন দাবি ফের শোনা গেল শাসকশিবির থেকে। পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি, এমন দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে দুশোরও বেশি আসনে জিতবে বিজেপি। বিজেপিই সরকার গড়বে’’। সম্প্রতি বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে সে সাড়া চোখে পড়েছে, সেটাই বলে দিচ্ছে যে, এ রাজ্য়ে সরকার গড়তে চলেছে বিজেপি, এমনটাই বলেছেন অথওয়ালে।
আরও পড়ুন: বাংলায় বিজেপির ডবল ডিজিট হলেই দায়িত্ব ছাড়বেন প্রশান্ত কিশোর
একইসঙ্গে অথওয়ালে বলেছেন, বাংলায় বিধানসভা নির্বাচনে তাঁর দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ) ৪-৫টি আসনে লড়তে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র ভাল উপস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্য়ে ৩৬ শতাংশ এসসি জনগোষ্ঠীর বাস। ৪-৫টি আসন চাইব। এ নিয়ে জে পি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে আলোচনা করব’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন