New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/bjp-759.jpg)
বিজেপির পতাকা।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে দুশোরও বেশি আসনে জিতবে বিজেপি। বিজেপিই সরকার গড়বে’’।
বিজেপির পতাকা।
একুশের বিধানসভা নির্বাচন হতে এখনও মাস কয়েক বাকি। তার আগেই তৃণমূল বনাম বিজেপি চাপানউতোরে বাংলার বুকে ভোটের দামামা বেজে গিয়েছে। একুশে তৃণমূলের হ্য়াটট্রিক না কি বাংলায় প্রথমবার ফুটবে পদ্মফুল? এ প্রশ্নে তোলপাড় রাজ্য় রাজনীতি। এই আবহে বাংলায় দুশোরও বেশি আসন পাবে বিজেপি, এমন দাবি ফের শোনা গেল শাসকশিবির থেকে। পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি, এমন দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে দুশোরও বেশি আসনে জিতবে বিজেপি। বিজেপিই সরকার গড়বে’’। সম্প্রতি বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে সে সাড়া চোখে পড়েছে, সেটাই বলে দিচ্ছে যে, এ রাজ্য়ে সরকার গড়তে চলেছে বিজেপি, এমনটাই বলেছেন অথওয়ালে।
আরও পড়ুন: বাংলায় বিজেপির ডবল ডিজিট হলেই দায়িত্ব ছাড়বেন প্রশান্ত কিশোর
একইসঙ্গে অথওয়ালে বলেছেন, বাংলায় বিধানসভা নির্বাচনে তাঁর দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ) ৪-৫টি আসনে লড়তে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র ভাল উপস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্য়ে ৩৬ শতাংশ এসসি জনগোষ্ঠীর বাস। ৪-৫টি আসন চাইব। এ নিয়ে জে পি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে আলোচনা করব’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন