Advertisment

রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি, ফোকাস ভবানীপুরেই, জানালেন শুভেন্দু

৪ অক্টোবর রাজ্যসভার ৬টি ফাঁকা আসনে উপনির্বাচন। এরাজ্য থেকে রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সুস্মিতা দেব।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP will not nominate any candidate for Rajyasabha bypoll, tweeted Suvendu Adhikari

আগামী ৪ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ আরও চার রাজ্যের রাজ্যসভার ৬টি ফাঁকা আসনে উপনির্বাচন হবে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থীই দেবে না বিজেপি। টুইটে এদিন এমনই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপাতত ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোই দলের লক্ষ্য বলে জানিয়েছন শুভেন্দু।

Advertisment

আগামী ৪ অক্টোবর পশ্চিমবঙ্গ, অসম, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের একটি করে আসনে উপনির্বাচন হবে। ওই দিনই তামিলনাড়ুর দুটি রাজ্যসভার ফাঁকা আসনেও উপনির্বাচন হবে। বাংলায় একুশের নির্বাচনে মানস ভুঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করায় সাংসদ পদ ছাড়েন। ওই আসনে ফের উপনির্বাচন হবে। তৃণমূল ওই আসনে সুস্মিতা দেবকে প্রার্থী করেছে। অসমের শিলচরের এই প্রাক্তন কংগ্রেস সাংসদের অভিজ্ঞতা সংসদে কাজে লাগাতে চায় তৃণমূল। তবে তৃণমূল প্রার্থী দিলেও বিজেপি রাজ্যসভার উপনির্বাচনে কাউকেই মনোনয় দিচ্ছে না। বরং দলের সব ফোকাস এখন ভবানীপুরের উপনির্বাচনে।

এদিন টুইটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ''পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোনও প্রার্থীকে মনোনয়ন দেবে না। ফলাফল পূর্ব নির্ধারিত। আমাদের ফোকাস হল অনির্বাচিত মুখ্যমন্ত্রীর আবারও অনির্বাচিত হওয়া নিশ্চিত করা। জয় মা কালী।'' প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে অলআউট ঝাঁপাচ্ছে বিজেপি। দলের রাজ্যনেতারা পালা করে প্রচার সারছেন ভবানীপুরে।

দুঁদে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ভবানীপুরে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে গেরুয়া শিবিরের বাজি। ভবানীপুরে বাড়ি-বাড়ি জনসংযোগে জোর দিচ্ছে পদ্ম শিবির। উলটোদিকে, দলনেত্রীর হয়ে ভবানীপুরে প্রচারে ঝড় তুলেছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্ররা। আগামিকাল থেকে ভবানীপুরে টানা কর্মসূচি রয়েছে খোদ তৃণমূলনেত্রীরও। একাধিক এলাকায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ‘টিকার ৫ ডোজ বিজেপি নেতাকে, ষষ্ঠ ডোজের দিনও চূড়ান্ত’, সার্টিফিকেট দেখে চোখ কপালে

আগামী ৪ অক্টোবর রাজ্যসভার উপনির্বাচন। পশ্চিমবঙ্গ-সহ অসম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুর মোট ৬টি ফাঁকা আসনে ওই দিন ভোটগ্রহণ হবে। ওই দিনই ভোটের ফল ঘোষণা। উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bypoll West Bengal Bhawanipur Suvendu Adhikari BJP Leader tmc Mamata Banerjee
Advertisment