অবশেষে রাজ ঠাকরের আবেদনে কাজ হল। আন্ধেরি (পূর্ব) বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করল বিজেপি। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এই উপনির্বাচনে প্রার্থী করেছে রুতুজা লাটকেকে। তিনি প্রয়াত বিধায়ক রমেশ লাটকের স্ত্রী। আন্ধেরি (পূর্ব) বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন শিবসেনার রমেশ লাটকে। তিনি প্রয়াত হওয়ার পর আসনটি ফাঁকা হয়। এরপর শিবসেনা ভেঙে যায়। রমেশ লাটকের স্ত্রী রুতুজাকে প্রার্থী করেন উদ্ধব।
পালটা প্রার্থী দেয় বিজেপিও। সেই বিজেপি প্রার্থীর জন্য সমর্থন চেয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের কাছে আবেদন জানান বিজেপি নেতৃত্ব। রাজ ঠাকরের কাছে প্রতিনিধিও পাঠান মহারাষ্ট্র বিজেপির নেতারা। কিন্তু, রাজ ঠাকরে বিজেপি নেতাদের পরিষ্কার জানিয়ে দেন, এই উপনির্বাচনে রুতুজার বিরুদ্ধে কারও প্রার্থী দেওয়া উচিত নয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রার্থী দেয়নি। কংগ্রেস প্রার্থী দেয়নি। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিও প্রার্থী দেয়নি। আর, সেটাই মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি বলে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেন উদ্ধব।
শুধু তাই নয়, মহারাষ্ট্র বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশকে পর্যন্ত চিঠি দেন উদ্ধব। সেই চিঠিতে তিনি মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির কথা বিজেপি নেতাদের মনে করিয়ে দেন। একইসঙ্গে আবেদন করেন যাতে, বিজেপি তাদের প্রার্থী প্রত্যাহার করে। পালটা দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছিলেন, এটা তাঁর একার সিদ্ধান্তের ব্যাপার না। দলের শীর্ষ নেতাদের অনুমতি নিতে হবে। কারণ, তাঁরাই প্রার্থী ঘোষণা করেছে।
আরও পড়ুন- ‘নির্দোষকে ফাঁসানোর চেষ্টা হলে আগুন জ্বলবে’, বিজেপিকে চরম হুঁশিয়ারি মদনের
পাশাপাশি, শরিক একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গেও তাঁদের কথা বলতে হবে বলে জানিয়েছিলেন ফড়ণবিশ। তিনি জানান, এত জায়গায় আলোচনার পরই বিষয়টি নিয়ে তিনি মন্তব্য করতে পারবেন। কিন্তু, শেষ পর্যন্ত দেখা গেল, সোমবার আন্ধেরি (পূর্ব) বিধানসভা কেন্দ্র থেকে তাদের প্রার্থী মুরজি প্যাটেলের নাম প্রত্যাহার করে নিল বিজেপি। যার ফলে, উদ্ধবের দলের প্রার্থী রুতুজার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়ে গেল। বিজেপি তাদের প্রার্থী প্রত্যাহার করার পর রাজনৈতিক দলগুলোকে এই শিষ্টাচারের জন্য ধন্যবাদ জানিয়েছেন রুতুজা। তিনি বলেন, 'আমাকে সমর্থন করার জন্য সব দলের নেতা-কর্মীদেরকে আমি ধন্যবাদ দেব। আমি জনস্বার্থে কাজ করে যাব।'
Read full story in English