Advertisment

'কালা প্রাচীর' গড়ে অমিত শাহকে আটকানোর পরিকল্পনা

আগামী ১৫ জানুয়ারি কেরালার কোঝিকোড়ে যাবেন শাহ। তখনই ৩৫ কিলোমিটারের দীর্ঘ প্রাচীর তৈরি করে বিক্ষোভ দেখাবে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অভিনব প্রতিবাদ। মানুষের কালা প্রাচীর তৈরি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার কথা ঘোষণা করল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের যুব শাখা। আগামী ১৫ জানুয়ারি কেরালার কোঝিকোড়ে যাবেন শাহ। তখনই ৩৫ কিলোমিটারের দীর্ঘ প্রাচীর তৈরি করে বিক্ষোভ দেখাবে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। সিএএ-এনআরসির বিরোধীতা করেছে আইইউএমএল।

Advertisment

প্রায় ১ লক্ষ সমর্থক কালো পোশাক পরে ৩৫ কিলোমিটারের প্রাচীর গড়ে তুলবেন। পশ্চিম পর্বতমালার হেলিপ্যাড থেকে কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই মানব প্রাচীর গড়ে তোলা হবে। উল্লেখ্য, সিএএ-এর পক্ষে সমর্থন ব়্যালিতে যোগ দিতেই কোঝিকোড় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ।

আরও পড়ুন: দিল্লির ‘টুকড়ে টুকড়ে গ্যাং’কে শাস্তি দেওয়ার সময় এসেছে: অমিত শাহ

সিএএকে মানবতার রক্ষার আইন বলে দাবি করছে বিজেপি। কথায় কথায় মোদী-শাহের মুখে শোনা যায় স্বামীজির কথা। এবার সেই স্বামীজির বাণীই বিজেপি বিরোধীতায় হাতিয়ার করছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। ১৯৮৩ সালে শিকাগোয় ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেই ভাষণেরই নানান কথা প্রতিবাদীদের পোশাকে লেখা থাকবে।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাধারণ সম্পাদক পি কে ফিরোজ বলেন, "সিএএ-এর প্রতিবাদ করলেই পুলিশ দমন পীড়ন চালাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরএসএসের কর্মীদের হিংসায় মদত দিচ্ছেন। যা ২০০২ সালের স্মৃতি উস্কে দিচ্ছে। এর উদাহরণ রবিবার জেএনইউয়ের ঘটনা।"

Read the full story in English

amit shah caa
Advertisment