Advertisment

'নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা', বিজেপির নিশানায় তৃণমূল

সামশেরগঞ্জের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
By using fake evm, tmc trying to motivate voters in samserganj, alleged bjp

নির্ধারিত সময়েই রাজ্যের তিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু। ভবানীপুর উপনির্বাচনের পাশাপাশি সাধার নির্বাচন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও। সামশেরগঞ্জে বুথের বাইরে নকল EVM এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। অন্যদিকে, জঙ্গিপুরেও জমজমাট ত্রিমুখী লড়াই।

Advertisment

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র আজ বকেয়া ভোট হচ্ছে। বিজেপির অভিযোগ, মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের কাছে নকল EVM আনেন তৃণমূলকর্মীরা। অভিযোগ, ভোটযন্ত্রে কোন বোতাম টিপতে হবে তা ভোটারদের 'বুঝিয়ে' দিচ্ছেন তৃণমূল কর্মীরা।

নকল EVM-এ শুধুমাত্র তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের নাম ছিল বলে অভিযোগ। ওই বোতামটি টিপে ভোট দিতে বলা হচ্ছে ভোটারদের, অভিযোগ গেরুয়া শিবিরের। ইতিমধ্যেই এবিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।

আরও পড়ুন- ‘কমিশনকে পাগল করে দিচ্ছেন, হারের অজুহাত খুঁজছেন’, প্রিয়াঙ্কাকে বিঁধলেন ফিরহাদ

সামশেরগঞ্জের পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রেও নির্ধারিত সময়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর না এলেও ভোটগ্রহণ পর্ব ঘিরে জঙ্গিপুরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে রাজ্য পুলিশও। বাম প্রার্থীর মৃত্যুতে জঙ্গিপুরে স্থগিত ছিল ভোট। জঙ্গিপুরে ত্রিমুখী লড়াইয়ে মুখোমুখি তৃণমূলের জাকির হোসেন, বিজেপির সুজিত দাস এবং আরএসপি-র জানে আলম মিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

election commission evm bjp tmc Samsherganj By-poll
Advertisment