Anti CCA Kolkata Rally updates: মহামিছিল শেষে বিজেপিকে দুষে ডোরিনা ক্রসিংয়ে মমতা বলেন, ‘‘আমরা কেউ হিংসা চাই না বলেই পথে নেমেছি। ১ হাজার বুলেটের যা দাম, ১০টা মানুষ যদি শান্তির কথা বলে, তার দাম বেশি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না। আগুন জ্বালিয়ে হয় না। দাঙ্গা করে হয় না। রাস্তা অবরোধ করব না। মানুষের অসুবিধা করব না। দু-একটা ঘটনা ঘটেছে, কোথায় শান্ত করবে তা না, সব ট্রেন বন্ধ করে দিয়েছে। যাত্রীদের দোষ কী? গান গাও, ছবি আঁকো, এভাবে প্রতিবাদ করো’’।
হাওড়া ময়দানে মিছিল শুরুর আগে শপথ পাঠ করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত দু’দিনের মতো এদিনও মিছিল শুরুর আগে মমতার শপথ, ‘‘আমরা সবাই নাগরিক। আমরা সবাই সিটিজেন। সর্ব ধর্ব সমন্বয় আমাদের জীবন, আমাদের আদর্শ। কাউকে বাংলা ছাড়তে হবে না। কাউকে দেশ ছাড়তে হবে না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। এনআরসি ও ক্যাব ও কা (সিএএ) হবে না’’। মিছিলের আগে সিএএ ও এনআরসি বিরোধিকায় একঝাঁক স্লোগান দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিনের মিছিল যাবে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত।
আরও পড়ুন: রাজপথে নতুন উদ্যমে পুরানো মমতা, সৌজন্যে এনআরসি-সিএএ
মঙ্গলবার কেন্দ্রের বিজেপি সরকারকে দুষে তৃণমূল নেত্রী বলেন, 'বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছে। সংখ্যার জোরে আইনে পরিণত হলে হবে না। সংবিধান মানা হয়নি। মানুষের সমর্থন না হলে আইন কার্যকরী হয় না। সংসদে কবে বিল পাস হবে, তা জানানো হয়নি। দুপুরে বিল এনে মধ্যরাতে পাস! গায়ের জোরে সবকিছু হয় না। নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসির বিরুদ্ধে এই আন্দোলন জয়লাভ করবেই।'
Live Blog
Mamata Anti CAA Rally Updates: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পথে নেমে ফের বিজেপিকে দুষলেন মমতা। এ সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে জ্বলছে উত্তর পূর্ব ভারত। বাংলাতেও তার রেশ পড়েছে। ট্রেন জ্বালানো, রেল অবরোধ, রাস্তা আটকানো ঘিরে তেতে উঠছে বাংলার মাটি। এই প্রেক্ষিতে সোমবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় অশান্তির পিছনে বিজেপির হাত রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, 'বাইরে থেকে কয়েকজন এ রাজ্যে এসেছেন। তাঁদের দেখে মনে হবে, তাঁরা সংখ্যালঘুদের বন্ধু। আদতে তাঁরাই হিংসায় প্ররোচনা দিচ্ছেন। ওঁরা বিজেপির লোক। ওঁদের ফাঁদে পা দেবেন না।'
ডোরিনা ক্রসিংয়ে মমতা বলেন, ‘‘আমরা কেউ হিংসা চাই না বলেই পথে নেমেছি। ১ হাজার বুলেটের যা দাম, ১০টা মানুষ যদি শান্তির কথা বলে, তার দাম বেশি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না। আগুন জ্বালিয়ে হয় না। দাঙ্গা করে হয় না। রাস্তা অবরোধ করব না। মানুষের অসুবিধা করব না। দু-একটা ঘটনা ঘটেছে, কোথায় শান্ত করবে তা না, সব ট্রেন বন্ধ করে দিয়েছে। যাত্রীদের দোষ কী? গান গাও, ছবি আঁকো, এভাবে প্রতিবাদ করো’’।
ডোরিনা ক্রসিংয়ে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মমতার মিছিলে জন সমাগম। পুলিশে পুলিশে ছয়লাপ এলাকা। নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: শশী ঘোষ।
হাওড়া ময়দান থেকে মিছিল শুরু মমতার। মিছিলে অংশ নিয়েছেন বাউল শিল্পীরা।
হাওড়া ময়দানে মিছিল শুরুর আগে শপথ পাঠ করালেন মমতা। মমতার শপথ, ‘‘আমরা সবাই নাগরিক। আমরা সবাই সিটিজেন। সর্ব ধর্ব সমন্বয় আমাদের জীবন, আমাদের আদর্শ। কাউকে বাংলা ছাড়তে হবে না। কাউকে দেশ ছাড়তে হবে না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। এনআরসি ও ক্যাব ও কা (সিএএ) হবে না’’। মিছিলের আগে সিএএ ও এনআরসি বিরোধিকায় একঝাঁক স্লোগান দিলেন তৃণমূল সুপ্রিমো।
হাওড়া ময়দানে পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পরেই শুরু হবে মিছিল।
সিএএ ও এনআরসি বিরোধিতায় একঝাঁক স্লোগান তৈরি করে তা জনতার মধ্যে ছড়িয়ে দিলেন মমতা। বিস্তারিত পড়ুন এখানে...
সোম ও মঙ্গলবারের পর আজ ফের নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়া ময়দান থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। এদিনের মিছিল থেকে কী বার্তা দেন মমতা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।