সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CB)I বিহারে চাকরির জন্য জমি কেলেঙ্কারির অভিযোগে লালু প্রসাদের সহযোগী সুনীল সিং সহ RJD নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যা পার্টি সুপ্রিমো লালু প্রসাদের আমলে ঘটেছিল। আজ সকালেই কেন্দ্রীয় সংস্থা একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে RJD নেতা সুবোধ রায়, আশফাক করিম এবং ফাইয়াজ আহমেদের বিরুদ্ধেও তারা অভিযান চালিয়েছে। সুনীল সিং বলেছেন, "এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। এর কোন মানে নেই। বিধায়কদের এভাবে ভয় দেখিয়ে কেন্দ্রীয় সরকার তাদের বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন”।
আরও পড়ুন: < আর নয় যানযট, টোলপ্লাজার আধুনিকীকরণের পথে গুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের >
অভিযানের প্রতিক্রিয়া জানিয়ে, আরজেডি আরএস সাংসদ মনোজ ঝা বলেছেন, "এটি ইডি বা আইটি বা সিবিআই-এর অভিযান নয়, এটা বিজেপির অভিযান। সংস্থা এখন বিজেপির অধীনে কাজ করছে। তাদের অফিসগুলি বিজেপি দেওয়া স্ক্রিপ্টে অনুসারে চলে। বিহার বিধান সভার ফলাফলে বিজেপি ভয় পেয়েছে এটা তারই প্রতিক্রিয়া”