Advertisment

বোলপুরে ফিরতেই ফের ডাকল CBI, ভোট পরবর্তী হিংসা মামলায় কেষ্টকে তলব

বাড়ি ফিরেও যেন শান্তি নেই অনুব্রত মণ্ডলের। বীরভূমের বড়িতে বসেই ফের সিবিআই সমন পেলেন অনুব্রত মণ্ডল।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi wants to take custody of anubrata mandal in post poll violence case

জেলবন্দি অনুব্রত মণ্ডলের বিড়ম্বনা আরও বাড়ল।

বাড়ি ফিরেও যেন শান্তি নেই অনুব্রত মণ্ডলের। বীরভূমের বড়িতে বসেই ফের সিবিআই সমন পেলেন অনুব্রত মণ্ডল। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টায় অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে কাল বেলা ১১টায় তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ সিবিআইয়ের।

Advertisment

সিবিআই যেন পিছু ছাড়ছে না 'কেষ্ট দা'র। একটানা বেশ কিছুদিন ধরে কলকাতায় থাকার পর অবশেষে গত শুক্রবার বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। গত সপ্তাহে নিজাম প্যালেসে গরু পাচার মামলায় হাজিরা দিয়েছেন অনুব্রত। বারবার হাজিরা এড়ানোর পর এবার নিজে থেকেই হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তৃণমূল নেতা।

তবে গত বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিয়েই ফের এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন তিনি। শারীরিক কয়েকটি পরীক্ষার পর যদিও তৃণমূল নেতাকে ছেড়ে দেন চিকিৎসকরা। আপাতত তাঁকে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- কেউ দল ছাড়লেই নেতৃত্বের ‘ডোন্ট কেয়ার অ্য়াটিটিউড’ না-পসন্দ অনুপমের

গরু পাচার মামলার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলাতেও নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই রাজনীতিবিদের। বীরভূমের ইলামবাজারের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। এবার সেই মামলতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা।

এর আগেও এই মামলায় দু'বার অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। তবে হাজিরা এড়িয়েছিলেন তৃণমূল নেতা। এবার ফের একবার ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকরাী সংস্থা। আগামিকাল তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুক্রবার বোলপুরে ফিরে মঙ্গলবার ফের তিনি কলকাতায় আসবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

cbi Anubrata Mandol Post Poll Violence in Bengal
Advertisment