সাড়ে পাঁচ ঘন্টার জেরা শেষ। নিজস্ব ভঙ্গিতেই সিজিও কমপ্লেক্স ছাড়লেন অনুব্রত মণ্ডল। তবে এবার আর এসএসকেএম নয়, কেষ্টর গন্তব্য হল সোজা চিনার পার্কের ফ্ল্যাট। ভোট পরবর্তী হিংসা মামলায় এ দিন তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
ভোট পরবর্তী হিংসা মামলায় বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। হন্তদন্ত হয়ে সিবিআই দফতরে ঢুকতে দেখা যায় বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। সিবিআই দফতরে ঢোকার আগে এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি তিনি। শুধু বলেন, ''কিচ্ছু বলব না।''
একের পর সিবিআই তলবে জেরবার বীরভূমের কেষ্টদা। গরু পাচার মামলায় এর আগে দু'বার সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি হয়েছেন অনুব্রত মণ্ডল। শেষবার কলকাতা থেকে বোলপুরের বাড়িতে ফেরার কয়েকদিনের মাথায় ফের পেয়েছেন সমন। ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের এই রাজনীতিবিদকে এর আগেও একবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সমন পেয়েও হাজিরা এড়িয়েছিলেন তিনি।
এবার ফের গতকাল সকালে সিবিআই নোটিশ পান অনুব্রত মণ্ডল। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে এ দিনই সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই নোটিশ পাওয়ার পর গতকাল রাতেই বোলপুর থেকে কলকাতায় চলে আসেন অনুব্রত। আজ বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দেন তিনি।
আরও পড়ুন- KK-র মৃত্যু নিয়ে বিস্ফোরক সুকান্ত, চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল
অনুব্রত মণ্ডলের শারীরিক বেশ কয়েকটি সমস্যা রয়েছে। কলকাতায় এসে এর আগে একটানা দু'সপ্তাহ তিনি ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছিল তাঁর। গতকাল বোলপুর থেকে কলকাতায় আসার সময়েও তিনি জানান, শুক্রবার কলকাতায় চিকিৎসককে দেখানোর কথা রয়েছে তাঁর। তবে আজ সিবিআই দফতরে তিনি যাবেন কিনা আগে স্পষ্ট করেননি। যদিও আজ আইনজীবীকে সঙ্গে নিয়ে সিবিআই দফতরে পৌঁছে যান অনুব্রত মণ্ডল।