Advertisment

কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, দাপুটে এই তৃণমূল বিধায়ককে CBI তলব

ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছিতে খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Paresh Paul, Paresh Paul news

রাজ্যপালের অভিযোগের প্রেক্ষিপ্তে তদন্তে সিবিআই

কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই। আগামী বুধবার সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসায় নিহত হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিজিৎ খুনের তদন্ত করছে সিবিআই। নিহতের পরিবারের সদস্যরা পরেশ পালের নামে সিবিআই তদন্তকারীদের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তারই ভিত্তিতে এবার সরাসরি পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।

Advertisment

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার জেরে কলকাতার কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হয়েছিলেন বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের। পরবর্তী সময়ে অভিজিৎ খুনের তদন্ত শুরু করে সিবিআই। জানা গিয়েছে, বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের তদন্তে নেমে একাধিকবার তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। তদন্তকারীদের কাছে অভিজিৎ খুনে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের জড়িত থাকার অভিযোগা তোলেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন- আজ থেকেই বউবাজারের ক্ষতিগ্রস্ত ২টি বাড়ি ভাঙার কাজ শুরু

অভিজিতের পরিবারের সদস্যদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই এবার পরেশ পালকে সিবিআই তলব। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার বেলেঘাটার তৃণমূল বিধায়ককে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সংস্থার কার্যালয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিজিৎ সরকারের মৃত্যু প্রসঙ্গে পরেশ পালের সঙ্গে এবার সরাসরি কথা বলবেন তদন্তকারী অফিসাররা। অভিজিতের পরিবারের অভিযোগ নিয়ে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা।

দিন কয়েক আগেই অভিজিৎ সরকার খুনে সিবিআই তদন্তে গড়িমশির অভিযোগ তুলেছিলেন তাঁর দাদা বিশ্বজিৎ সরকার। প্রতিবাদ স্বরূপ সল্টলেকে সিবিআই দফতরের সামনে আমরণ অনশনে বসেছিলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। অভিজিৎ সরকারের দাদার এই প্রতিবাদের পরপরই বিজেপি কর্মী খুনে তদন্তে গতি বাড়াল কেন্দ্রীয় সংস্থা।

cbi kolkata TMC MLA Post Poll Violence in Bengal
Advertisment