Advertisment

Cash Bundle Found in Rajya Sabha: রাজ্যসভায় নোটের পাহাড়! অধিবেশনের মাঝে তুমুল হট্টোগোল, সংসদের মর্যাদার উপর আক্রমণ, কটাক্ষ নাড্ডার

Cash Bundle Found in Rajya Sabha: রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসনের নিচ থেকে উদ্ধার হয়েছে নোটের বাণ্ডিল! শীতকালীন অধিবেশনের মধ্যেই সংসদে তুমুল হৈচৈ।

author-image
IE Bangla Web Desk
New Update
Cash Bundle Found in Rajya Sabha:

রাজ্যসভায় উদ্ধার নোটের পাহাড়। ধনখড়ের অভিযোগের পরই তুলকালাম।

Cash Bundle Found in Rajya Sabha: রাজ্যসভায় উদ্ধার নোটের পাহাড়। ধনখড়ের অভিযোগের পরই তুলকালাম। রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসনের নিচ থেকে উদ্ধার হয়েছে  নোটের বাণ্ডিল! শীতকালীন অধিবেশনের মধ্যেই সংসদে তুমুল হৈচৈ। 

Advertisment

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভায় কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির জন্য বরাদ্দ আসন থেকে উদ্ধার নোটের পাহাড়। রাজ্যসভার চেয়ারম্যান এদিন হাউসে এই তথ্য জানান। এর পরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জবাব দিয়ে বলেন যে চেয়ারম্যান বলেছেন যে বিষয়টি তদন্ত করা হচ্ছে। যতক্ষণ না তদন্ত শেষ হয় এবং ততক্ষণ পর্যন্ত  সাংসদের নাম প্রকাশ্যে আনা উচিত নয়। বিজেপি সাংসদরা এতে আপত্তি জানান। এদিকে অভিযোগের ভিত্তিতে কংগ্রেস সাংসদরা রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখরের অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন। 

রাজ্যসভায় ২২২ আসনের নীচে উদ্ধার নোটের পাহাড়। আসনটি তেলেঙ্গানা থেকে বর্তমানে নির্বাচিত কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির জন্য বরাদ্দ। সেখান থেকেই উদ্ধার হয়েছে  ৫০০ টাকার নোটের   বান্ডিল। সূত্রের খবর রাজ্যসভায় সিংভির আসন থেকে উদ্ধার করা হয়েছে মোট ৫০ হাজার টাকা । 

অভিষেক মনু সিংভি অভিযোগ অস্বীকার করেছেন

কংগ্রেস সাংসদরা সংসদে চেয়ারম্যান ধনখরের এই দাবির প্রতিবাদ করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জোর দিয়েছিলেন যে তদন্তের আগে নাম বলাটা চেয়্যারম্যানের একেবারে উচিত হয় নয়। অভিষেক মনু সিংভি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি যখন রাজ্যসভায় যাই, তখন একটি মাত্র ৫০০ টাকার নোট নিয়ে যাই। এরকম ঘটনার কথা আমি প্রথমবার শুনলাম। 

কী বলেছেন রাজ্যসভার চেয়ারম্যান?

 রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়  বলেছেন, "গতকাল হাউস মুলতবি হওয়ার পরে রুটিন চেকিংয়ের সময়, নিরাপত্তা আধিকারিকরা ২২২ নম্বর আসন থেকে নোটের একটি বান্ডিল উদ্ধার করেছেন। এই আসনটি বর্তমানে অভিষেক মনু সিংভিকে বরাদ্দ করা হয়েছে। 

খাড়গেকে নিশানা নাড্ডার

বিজেপির জাতীয় সভাপতি ও সাংসদ জেপি নাড্ডা এ সম্পর্কে বলেছেন, "এই ঘটনাটি অত্যন্ত গুরুতর। এটি সংসদের মর্যাদার উপর আক্রমণ। 

Parlaiment Session
Advertisment