Iran Hijab Law : ইরানে জারি নতুন হিজাব আইন, 'সঠিক' পোশাক না পরায় চরম শাস্তির বিধান! ইরান এমনিতেই হিজাব নিয়ে বরাবরই কঠোর। এখন পুরনো আইন পরিবর্তন করে হিজাব নিয়ে নতুন আইন জারি করা হয়েছে। আইন অমান্য করলে কঠোর শাস্তি ও মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে নয়া আইনে।
ইরান এমন একটি দেশ যেখানে শরিয়া আইনের অধীনের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সেখানে জনগণকে জনসাধারণের এবং ব্যক্তিগত জীবনেও এই আইনগুলি কঠোরভাবে অনুসরণ করতে বাধ্য করা হয়। এবার সঠিক ভাবে হিজাব না পরায় মহিলাদের কঠোর শাস্তির বিধান আনা হয়েছে।
ইরানি মহিলারাও সময়ে সময়ে হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ২০২২ সালে, মাহসা আমিনি নামের এক ইরানি মহিলা হিজাব আইন ভঙ্গ করার জন্য গ্রেফতার হন। কিন্তু পুলিশ হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর পর ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয়। যার জেরে ইরান প্রশাসন বেশ বিপাকে পড়েছিল। তবে সম্প্রতি ইরানের সংসদ নতুন হিজাব আইন পাস করেছে। যা নিয়ে বিশ্বজুড়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
ইরানের পার্লামেন্ট সম্প্রতি নতুন হিজাব আইন পাস করেছে। ইরানের সংসদে ১৫২ জন সদস্য এই বিলের পক্ষে ভোট দেন। এর বিপক্ষে মাত্র ৩৪টি ভোট পড়ে। যদিও প্রেসিডেন্ট নিজেই এই বিলের বিরোধিতা করেছিলেন। কিন্তু এখন এই নতুন আইনে, কোন মহিলা যদি প্রকাশ্যে হিজাব বিধি মেনে না চলেন তাহলে তার জন্য চতুর্থ মাত্রার শাস্তির বিধান রয়েছে।
ইরানে কার্যকর হওয়া নতুন হিজাব আইনে শাস্তি বিধান বাড়ানো হয়েছে । এর আগে, এই আইন লঙ্ঘনের জন্য, দোষী মহিলার শাস্তি ১০ দিন থেকে ২ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫ হাজার থেকে ৫ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা অন্তর্ভুক্ত ছিল।
একই সঙ্গে সদ্য পাস নতুন হিজাব আইনে লঙ্ঘনের জন্য ৫ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। একইসঙ্গে জরিমানা বাড়িয়ে ১৮ কোটি থেকে ৩৬ কোটি রিয়াল ধার্য করা হয়েছে। ইরানে এই নতুন আইন পাস হওয়ার পর দেশে আরও নজরদারি বাড়ানো হবে। সিসিটিভির মাধ্যমে সব জায়গায় নজরদারি করা হবে।