Advertisment

ছত্তীসগড়ের সভায় সোনিয়া-রাহুলকে নিশানা মোদীর

এদিন প্রধানমন্ত্রী রাহুল-সোনিয়াকে কটাক্ষের সুরে বলেন যে, মা-ছেলে দু’জনেই জামিনে মুক্ত। তিনি বলেন যে, যাঁরা জামিনের আর্জি জানান, তাঁদের মোদিকে সার্টিফিকেট দেওয়া ঠিক নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
pm narendra modi, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ছত্তীসগড়ে ভোটের দিনই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে রাজ্যের একপ্রান্তে যখন ভোটগ্রহণ চলছে, তখন আরেক প্রান্তে বিলাসপুরে জনসভায় বক্তৃতা দিতে গিয়ে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে নিশানা করলেন মোদী। এদিন বিলাসপুরের সভায় কংগ্রেসকে ফের পরিবারতন্ত্রের খোঁচা দিয়ে মোদী বলেন, "একটা এত পুরনো দলের রাজনীতির শুরু এবং শেষ একটা পরিবারের মধ্যেই।"

Advertisment

ক’দিন আগেই নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তীতে মোদী সরকারের বিরুদ্ধে আবারও আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধীরা। এদিন বিলাসপুরের সভায় যেন তারই জবাব দিলেন মোদী। এদিন প্রধানমন্ত্রী রাহুল-সোনিয়াকে কটাক্ষের সুরে বলেন যে, মা-ছেলে দু’জনেই জামিনে মুক্ত। তিনি বলেন, যাঁরা জামিনের আর্জি জানান, তাঁদের মোদীকে সার্টিফিকেট দেওয়া ঠিক নয়। মোদী আরও বলেন যে, মা-ছেলের ভুলে গেলে চলবে না যে, নোট বাতিলের জন্যই তাঁরা জামিন চেয়েছিলেন।

আরও পড়ুন: মাওবাদী-নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে ভোটের দিনও অশান্তি ছত্তীসগড়ে

অন্যদিকে, ছত্তীসগড়ের উন্নয়ন নিয়েও এদিন সওয়াল করেন মোদী। তিনি বলেন যে, বিজেপি সরকারের আমলে ছত্তীসগড়ে যেভাবে উন্নয়ন হয়েছে, তা কংগ্রেসের আমলে কখনই হত না। প্রধানমন্ত্রী বলেন যে, "ছত্তীসগড়ের যেখানেই যান আপনি, উন্নয়নমূলক কাজ চোখে পড়বে।" তাঁর সরকার যে উন্নয়নমূলক কাজে বদ্ধপরিকর, সেকথাও বলেছেন মোদী।

এদিকে, আজ প্রথম দফায় ছত্তীসগড়ের ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এদিন ভোটের দিনও সে রাজ্যে অশান্তি ছড়িয়েছে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আগামী ২০ নভেম্বর।

Read the full story in English

bjp CONGRESS PM Narendra Modi national news rahul gandhi sonia gandhi
Advertisment