Advertisment

'তৃণমূলের রেকর্ড ভাল না', মমতাকে চরম হুঁশিয়ারি মুসলিম সংগঠনের নেতার

"এই বিল পাশ হলে হিন্দু-মুসলমানের সম্পর্ক কী হবে তা দেখবেন। ভারতে থেকে যাওয়া মুসলমানদের এখনও মুজাহিদিন বলে। যাঁরা শরনার্থী হিসাবে থাকবে তাদের আসল ভারতীয় বলা হবে না। দেশকে বাঁচাতে হবে। হিন্দু মুসলমান নয়, দেশ বিপদে আছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
nrc

১৪টি সংগঠন নাগরিকত্ব বিলের বিরোধিতা করে আন্দোলনে নামছে।

নাগরিকত্ব বিল নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করল মুসলিম সংগঠন। লোকসভায় বিরোধিতা করার পর বিল পাশ হলেও রাজ্যসভায় ওয়াকআউটের মাধ্যমে যদি বিল পাশ করতে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করে, সেক্ষেত্রে মুসলিমরাও তৃণমূলকে কখনও সমর্থন করবেন না। সোমবার কলকাতা প্রেস ক্লাবে এই মর্মেই হুঙ্কার দিলেন 'ফোরাম ফর ডেমোক্রেসি অ্যান্ড কমিউনাল অ্যামিটি'র আব্দুল আজিজ।

Advertisment

আরও পড়ুন: স্বামীজি ঠিক না শাহ? প্রশ্ন অভিষেকের

এদিন ক্যাবের বিরোধিতায় সাংবাদিক বৈঠক ডেকেছিলেন ১৪টি সংগঠনের নেতৃত্ব। এখানেই আব্দুল আজিজ হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে অতীতে পিছনের দরজা দিয়ে মোদী সরকারকে সাহায্য করেছে সে নজির আছে। এছাড়া, নারদ-সারদার মতো ঘটনায় আঁতাত হতে পারলে, এবারও (ক্যাবের ক্ষেত্রে) রাজ্যসভায় মোদীর সঙ্গে মমতার আঁতাত হতে পারে। এরপরই তিনি বলেন, তবে ওয়াকআউটের মাধ্যমে বিলকে পাশ করতে গেলে ফল ভাল হবে না। তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় অতীত 'রেকর্ড' ভাল না। এর আগেও বিল পাশের ক্ষেত্রে তৃণমূলের এই ভূমিকা দেখা গিয়েছে। "তবে এবার এমন হলে আমি মুসলমিদের কাছে আবেদন করব যাতে কোনও মুসলিম কখনও তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করে", সাফ জানিয়ে দেন আব্দুল আজিজ। তিনি আরও বলেন, রাজ্যসভায় সমর্থন পেতে দিদিকে মোদী হুমকিও দিতে পারেন।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মওলানা আবু তালিব রহমানি বলেন, "এই বিল পাশ হলে হিন্দু-মুসলমানের সম্পর্ক কী হবে তা দেখবেন। ভারতে থেকে যাওয়া মুসলমানদের এখনও মুজাহিদিন বলে। যাঁরা শরনার্থী হিসাবে থাকবে তাদের আসল ভারতীয় বলা হবে না। দেশকে বাঁচাতে হবে। হিন্দু মুসলমান নয়, দেশ বিপদে আছে।" এদিনের সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আন্দেলনই শুধু নয়, আদালতেরও দ্বারস্থ হবে সংগঠনগুলি।

nrc All India Trinamool Congress
Advertisment