লোকসভা ভোটের আগে যে বিল নিয়ে ঘরে-বাইরে ‘চাপে’ মোদী-শাহরা, শেষবেলায় সেই নাগরিকত্ব সংশোধনী বিলই আটকে গেল রাজ্যসভায়। এদিন রাজ্যসভায় বিল পাশ না হওয়ায় তামাদি হয়ে গেল। উল্লেখ্য, গত সোমবার এই বিলটি তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু গতকাল বিরোধীদের লাগাতার হই-হট্টগোলের জেরে রাজ্যসভায় নাগরিকত্ব বিলের ভাগ্যে শিকে ছেঁড়েনি। লোকসভায় আগেই পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব বিল।
নাগরিকত্ব বিলের পাশাপাশি তামাদি হয়ে গেল দ্য মুসলিম উইমেন বিলও (তিন তালাক বিল)।
[bc_video video_id=”5988024310001″ account_id=”5798671093001″ player_id=”JvQ6j3xDb1″ embed=”in-page” padding_top=”56%” autoplay=”” min_width=”0px” max_width=”640px” width=”100%” height=”100%”]
আরও পড়ুন, নাগরিকত্ব বিলে উত্তর-পূর্বে কোনও সমস্যা হবে না: মোদী
নাগরিকত্ব বিলের বিরোধিতা জানিয়ে প্রথম থেকেই সরব হয়েছে বিরোধীরা। এমনকি এ বিলের প্রতিবাদ জানিয়ে আসরে নেমেছে এনডিএ শরিকরাও। নাগরিকত্ব বিলের প্রতিবাদে এনডিএ জোট ভেঙেছে অসম গণ পরিষদ। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এ বিল নিয়ে বিক্ষোভ চলছেই। তবুও এ বিল পাশ করাতে মরিয়া মোদী সরকার। কোনওরকম আলোচনা ছাড়াই নাগরিকত্ব বিল কেন তালিকাভুক্ত করা হল, তাই নিয়ে সরব হয়েছে সমস্ত বিরোধী দল।
নাগরিকত্ব ও তিন তালাক বিল আগেই লোকসভায় পাশ হয়েছিল। লোকসভায় পাশ হওয়ার পরই তা নিয়মমাফিক পাঠানো হয়েছিল রাজ্যসভায়।
আরও পড়ুন: ভারত রত্ন প্রত্যাখ্যান করলেন ভূপেন হাজারিকার পুত্র
নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়ে ভূপেন হাজারিকাকে দেওয়া মরণোত্তর ভারতরত্ন প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর ছেলে তেজ হাজারিকা। যে ঘটনায় বিল-বিতর্ক নয়া মোড় নিয়েছে। এদিকে, গত শনিবার আসামের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “নাগরিকত্ব বিল পাশ হলে, উত্তর-পূর্বের কোনও ক্ষতি হবে না।”
এদিকে, তৃণমূল-সহ বিরোধী দলগুলি এ বিলের বিরোধিতা জানিয়ে সরব হয়েছে। চলতি মাসে এ রাজ্যে লোকসভা ভোটের প্রচারে এসে মমতা সরকারকে এ বিল পাশে সমর্থন জানানোর আর্জি রাখেন স্বয়ং মোদী। জবাবে মমতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁরা এ বিল কিছুতেই পাশ করতে দেবেন না। বিরোধীদের পাশাপাশি বিলের বিরোধিতা জানিয়েছে বিজেপির শরিকরাও। রাজ্যসভায় এ বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ। এর আগে এ বিলের প্রতিবাদ জানিয়ে এনডিএ সঙ্গ ত্যাগ করেছে অসম গণ পরিষদ। বিল পাশ হলে, জোট থেকে বেরোনোর হুঁশিয়ারি দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি।
Read the full story in English