লোকসভা ভোটের আগে যে বিল নিয়ে ঘরে-বাইরে ‘চাপে’ মোদী-শাহরা, শেষবেলায় সেই নাগরিকত্ব সংশোধনী বিলই আটকে গেল রাজ্যসভায়। এদিন রাজ্যসভায় বিল পাশ না হওয়ায় তামাদি হয়ে গেল। উল্লেখ্য, গত সোমবার এই বিলটি তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু গতকাল বিরোধীদের লাগাতার হই-হট্টগোলের জেরে রাজ্যসভায় নাগরিকত্ব বিলের ভাগ্যে শিকে ছেঁড়েনি। লোকসভায় আগেই পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব বিল।
নাগরিকত্ব বিলের পাশাপাশি তামাদি হয়ে গেল দ্য মুসলিম উইমেন বিলও (তিন তালাক বিল)।
আরও পড়ুন, নাগরিকত্ব বিলে উত্তর-পূর্বে কোনও সমস্যা হবে না: মোদী
নাগরিকত্ব বিলের বিরোধিতা জানিয়ে প্রথম থেকেই সরব হয়েছে বিরোধীরা। এমনকি এ বিলের প্রতিবাদ জানিয়ে আসরে নেমেছে এনডিএ শরিকরাও। নাগরিকত্ব বিলের প্রতিবাদে এনডিএ জোট ভেঙেছে অসম গণ পরিষদ। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এ বিল নিয়ে বিক্ষোভ চলছেই। তবুও এ বিল পাশ করাতে মরিয়া মোদী সরকার। কোনওরকম আলোচনা ছাড়াই নাগরিকত্ব বিল কেন তালিকাভুক্ত করা হল, তাই নিয়ে সরব হয়েছে সমস্ত বিরোধী দল।
নাগরিকত্ব ও তিন তালাক বিল আগেই লোকসভায় পাশ হয়েছিল। লোকসভায় পাশ হওয়ার পরই তা নিয়মমাফিক পাঠানো হয়েছিল রাজ্যসভায়।
আরও পড়ুন: ভারত রত্ন প্রত্যাখ্যান করলেন ভূপেন হাজারিকার পুত্র
নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়ে ভূপেন হাজারিকাকে দেওয়া মরণোত্তর ভারতরত্ন প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর ছেলে তেজ হাজারিকা। যে ঘটনায় বিল-বিতর্ক নয়া মোড় নিয়েছে। এদিকে, গত শনিবার আসামের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “নাগরিকত্ব বিল পাশ হলে, উত্তর-পূর্বের কোনও ক্ষতি হবে না।”
এদিকে, তৃণমূল-সহ বিরোধী দলগুলি এ বিলের বিরোধিতা জানিয়ে সরব হয়েছে। চলতি মাসে এ রাজ্যে লোকসভা ভোটের প্রচারে এসে মমতা সরকারকে এ বিল পাশে সমর্থন জানানোর আর্জি রাখেন স্বয়ং মোদী। জবাবে মমতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁরা এ বিল কিছুতেই পাশ করতে দেবেন না। বিরোধীদের পাশাপাশি বিলের বিরোধিতা জানিয়েছে বিজেপির শরিকরাও। রাজ্যসভায় এ বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ। এর আগে এ বিলের প্রতিবাদ জানিয়ে এনডিএ সঙ্গ ত্যাগ করেছে অসম গণ পরিষদ। বিল পাশ হলে, জোট থেকে বেরোনোর হুঁশিয়ারি দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Politics News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল