পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের সূচনা করতে গিয়েও কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কম্পিউটারের ওপর নজরদারির বিজ্ঞপ্তি বাতিল করারও দাবি জানালেন তিনি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের ওই অনুষ্ঠানে। সংবাদ মাধ্যমের ওপর মোদী সরকার "অহেতুক হস্তক্ষেপ করছে" বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী অভিনেতা নাসিরুদ্দিন শাহের সাম্প্রতিক মন্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ওই মন্তব্য "খুবই গুরুত্বপূর্ণ" বলে মনে করেন মমতা।
আরো পড়ুন: নিপীড়িত মানুষের বিদ্রোহের আশঙ্কায় ফারুক আবদুল্লা
শুক্রবার অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে মমতা বলেন, "জরুরী অবস্থা হলে অনেক ব্যবস্থা নিতে হয় সরকারকে। নেটও বন্ধ করতে হয়। সেক্ষেত্রে তিন দিনের জন্য এসব ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্ত কেন্দ্রীয় সরকার যে কথা বলছে তা ঠিক নয়। ১০ টা এজেন্সিকে দায়িত্ব দিয়েছে। সব কম্পিউটার নজরে চলে আসবে? ব্যবসা আছে, ব্যক্তিগত জীবন আছে। স্বাধীন দেশে থেকেও পরাধীন হতে হবে? এর আগে আধার কার্ড নিয়ে আমরা বিরোধিতা করেছিলাম। সাধারণ মানুষ হোন বা রামকৃষ্ণ মিশন, এমনকী সরকারের কম্পিউটারের নথির কোনও গোপনীয়তা থাকবে না। সরকারি গোপন তথ্য প্রকাশ করা যায় না। তার জন্য শপথ নেওয়া হয়। এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "সংবিধান আমাদের রক্ষাকবচ। তাকে বদলে দিচ্ছে এই সরকার। সাংবাদিকদের কাজের ওপর হস্তক্ষেপ করছে। নাসিরুদ্দিন শাহের মত মানুষকে বলতে হচ্ছে এদেশে থাকতে পারব কিনা শঙ্কা হচ্ছে। মিডিয়াকে চমক-ধমক দেওয়া হচ্ছে।"