Advertisment

PM Modi jammu BJP Rally: 'পাকিস্তানের ভাষায় কথা বলছে', কংগ্রেসকে তুলোধোনা মোদীর

PM Modi jammu BJP Rally: জম্মুর জনসভায় প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করেন। পাশাপাশি কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপিকেও নিশানা করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
modi

'পাকিস্তানের ভাষায় কথা বলছে কংগ্রেস, সেনার কাছে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছে' জম্মুতে নির্বাচনী সমাবেশ থেকে বোমা ফাটালেন প্রধানমন্ত্রী মোদী।

PM Modi jammu BJP Rally:'পাকিস্তানের ভাষায় কথা বলছে কংগ্রেস। সেনার কাছে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছে'  জম্মুতে নির্বাচনী সমাবেশ থেকে বোমা ফাটালেন প্রধানমন্ত্রী মোদী। জম্মুর সমাবেশে প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে এক হাত নিয়ে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপিকেও নিশানা করেন। তিনি বলেন, গত দুই দফায় জম্মু ও কাশ্মীরের জনগণ উৎসবের আমেজে ভোট দিয়েছেন। এদিনের সমাবেশ থেকে মোদী সার্জিক্যাল স্ট্রাইকের কথাও উল্লেখ করেন এবং সন্ত্রাসবাদ অবসানের পক্ষে জোরালো বার্তা দিয়েছেন।  

Advertisment

জম্মুর জনসভায় প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করেন। পাশাপাশি কংগ্রেস   ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপিকেও নিশানা করেন। তিনি বলেন,  জম্মু কয়েক দশক ধরে বৈষম্যের শিকার হয়েছে। কংগ্রেসের ভুল নীতির কারণে এখানে বৈষম্য অব্যাহত ছিল। এমনকি সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণও চেয়েছিল কংগ্রেস। পাকিস্তানকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, আগে সীমান্তের ওপার থেকে গুলি চালানো হত, কিন্তু এখন পাকিস্তানের গুলির জবাব সীমান্ত পেরিয়ে দিয়ে আসা হয়েছে।  তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষ আর সন্ত্রাসবাদ, রক্তপাত চায় না, তারা শান্তি, শান্তি ও উন্নয়ন চায়।

নাসরাল্লাহর মৃত্যুতে 'আতঙ্কিত' ইরান! রাষ্ট্রসংঘে বিশেষ অনুরোধ, চরম হুমকি নেতানিয়াহু'র

কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলে

প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস এমন একটি দল যারা আজও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানের ভাষায় কথা বলে। তিনি বলেন, "২৮ সেপ্টেম্বর, ২০১৬-তে এই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। ভারত বিশ্বকে বার্তা দিয়েছিল নতুন ভারত সন্ত্রাসবাদকে কোনভাবেই সহ্য করবে না। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে আজ কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি জম্মু ও কাশ্মীরে যে উন্নয়ন হচ্ছে তাতে  ক্ষুব্ধ। তারা উন্নয়ন চান না। তিনি কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপিকে সংবিধান বিরোধী দল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, তারা সংবিধানের গলা টিপে ধরেছে"। 

জম্মুর মানুষ তাদের অধিকার পায়নি

প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে বহু প্রজন্ম ধরে জম্মুতে বসবাসকারী অনেক পরিবার ভোট দেওয়ার অধিকারও পায়নি। তিন দলই জনগণকে এই অধিকার থেকে বঞ্চিত করেছিল। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, জম্মুতে এটাই বিধানসভা নির্বাচন নিয়ে আমার শেষ সমাবেশ। তিনি বলেন, গত দুই দফায় মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। এর থেকে পরিষ্কার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন"।

স্বাস্থ্যে আবারও বড়সড় সংকটের আশঙ্কা! ফের টানা কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

CONGRESS modi
Advertisment