Rahul Gandhi: রাহুলের জিভ কেটে নিলে মিলবে ১১ লক্ষ নগদ। শিন্ডে সেনা বিধায়কের এমন মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। এবিষয়ে কোন আপোষ নয়, কড়া পথে হাঁটতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস বুধবার লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার বিজেপি এবং তার সহযোগীদের নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়েছে । কংগ্রেস নেতা অজয় মাকেন নয়াদিল্লির তুঘলক রোড থানায় এবিষয়ে একটি অভিযোগ জমা দিয়েছেন এবং তার প্রতিলিপি পাঠানো হয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে।
নিজেকে প্রমাণে মরিয়া কেজরিওয়াল, মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর ছাড়ছেন সকল সরকারি সুবিধাও
কী বলা হয়েছে অভিযোগে? কংগ্রেসের তরফে যে অভিযোগ জমা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, “বিভিন্ন বিজেপি নেতা এবং তার শরীকরা রাহুল গান্ধীকে হত্যা অথবা শারীরিক আঘাতের আহ্বান জানাচ্ছেন যা নিন্দনীয় ও ভারতের গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। দেশের বিরোধীদলীয় নেতাকে সন্ত্রাসবাদী বলে অভিহিত করা, গান্ধীর বিরুদ্ধে বিজেপি-এনডিএ জোটের অংশীদারদের ব্যক্তিগত ঘৃণাকে প্রদর্শন করে। এই ধরণের মন্তব্য সাধারণ জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার পাশাপাশি দাঙ্গা, শান্তি নষ্ট করতে পারে।,” পাশাপাশি অভিযোগ পত্রে যোগ করা হয়েছে, “ রাহুল গান্ধী ক্রমাগতভাবে সমাজের বঞ্চিত অংশ যেমন নারী, যুবক, দলিত এবং অন্যান্য প্রান্তিক শ্রেণীর বঞ্চনার বিষয়কে তুলে ধরেছেন। বিজেপির ব্যর্থতা চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তার ফলস্বরুপ বিরোধী দলের নেতার উপর এই ধরণে ঘৃণাত্মক মন্তব্য করছে বিজেপি ও তার জোটসঙ্গীরা।"
অভিষেকের মুখেও #JusticeForRGKar! জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা
আপনার দলের নেতারা হিংসাত্মক বিবৃতি দিচ্ছেন, কী শিখবে দেশের মানুষ? প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মল্লিকার্জুন খাড়গের খোঁচা। তিনি লিখেছেন, "ভারতীয় জনতা পার্টি এবং আপনার জোটের নেতারা যে ভাষা ব্যবহার করছেন ভবিষ্যতের জন্য বিপজ্জনক।" লোকসভার বিরোধীদলী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর, হিংসাত্মক বিবৃতি নিয়ে এবার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়ে বিচার চাইলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে খাড়গে বলেছেন, "ভারতীয় জনতা পার্টি এবং আপনার জোটের নেতারা যে 'হিংসাত্মক ভাষা' ব্যবহার করেছেন তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক।"
চিঠিতে তিনি লিখেছেন, "বিশ্ব হতবাক যে কেন্দ্রীয় সরকারের রেল প্রতিমন্ত্রী, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের একজন মন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতাকে "এক নম্বর সন্ত্রাসবাদী" বলে উল্লেখ করছেন। পাশাপাশি তিনি লিখেছেন, 'মহারাষ্ট্রে আপনার জোট সরকারের এক বিধায়ক বিরোধী দলের নেতার ‘জিভ কেটে ফেললে’ ১১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছেন। দিল্লির একজন বিজেপি নেতা এবং প্রাক্তন বিধায়ক লোকসভার বিরোধী দলের নেতাকে হুমকি দিচ্ছেন। কংগ্রেসের কোটি কোটি কর্মী এবং নেতারা এই বিষয়টি নিয়ে চিন্তিত। এই ধরনের বিদ্বেষ ছড়ানো শক্তির কারণে জাতির পিতা মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীকে তাদের জীবন উৎসর্গ করতে হয়েছিল। শাসক দলের এই রাজনৈতিক আচরণ গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ”।
আজই বৈঠক চাই, মুখ্যসচিবকে ই-মেল জুনিয়র ডাক্তারদের, কর্মবিরতি উঠছে কি?
খড়গে লিখেছেন, যে তিনি আশা করেন যে প্রধানমন্ত্রী সেই সকল নেতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন যারা রাহুল গান্ধীর প্রতি উদকানিমূলক বিবৃতি দিচ্ছেন। চিঠিতে খাড়গে লিখেছেন, “এই ধরনের বক্তব্যের জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভারতীয় রাজনীতিকে অধঃপতনের হাত থেকে বাঁচানো সম্ভব হয়"। মল্লিকার্জুন খাড়গে চিঠিতে আরও লিখেছেন, 'স্বাধীনতার পরে, সংসদীয় রাজনীতিতে শাসক দল এবং বিরোধীদের মধ্যে সম্মানজনক মতবিরোধের দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি ভারতীয় গণতন্ত্রের মর্যাদা বাড়াতে সাহায্য করেছে। এমন পরিস্থিতিতে কোটি কোটি কংগ্রেস কর্মী ও নেতারা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। কারণ বিদ্বেষমূলক বক্তব্য, আচরণ ভারতীয় রাজনীতির ইতিহাসে বিরল"।