Advertisment

"পুলওয়ামা হামলার সময় মোদী ক্যামেরার সামনে শুটিং করছিলেন"

"পুলওয়ামায় যেদিন হামলা হয়, সেদিন জিম করবেট ন্যাশনাল পার্কে উদ্দেশ্যমূলক প্রচারের শুটিং করছিলেন মোদী। হামলার খবর পাওয়ার পরও শুটিং চালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।"

author-image
IE Bangla Web Desk
New Update
modi, মোদী

সুরজেওয়ালা বলেছেন, ‘‘পুলওয়ামায় যেদিন হামলা হয়, সেদিন জিম করবেট ন্যাশনাল পার্কে উদ্দেশ্যমূলক প্রচারের শুটিং করছিলেন মোদী। হামলার খবর পাওয়ার পরও শুটিং চালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।’’ ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। পুলওয়ামার হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানদের পর ‘শহিদদের দেহাংশ’ শনাক্ত করতে যখন হিমশিম খাচ্ছিল গোটা দেশ, তখন প্রধানমন্ত্রী "নৌকায় চড়ে ক্যামেরার সামনে শুটিং করছিলেন", বৃহস্পতিবার এভাবেই মোদীকে নিশানা করল কংগ্রেস।

Advertisment

পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলায় মোদীর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুলে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, "পুলওয়ামায় যেদিন হামলা হয়, সেদিন জিম করবেট ন্যাশনাল পার্কে উদ্দেশ্যমূলক প্রচারের শুটিং করছিলেন মোদী। হামলার খবর পাওয়ার পরও শুটিং চালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।"

আরও পড়ুন: সন্ত্রাস দমনে একতার সুর সর্বদল বৈঠকে

এ প্রসঙ্গে প্রমাণ পেশ করে রণদীপ বলেছেন, "দুপুর ৩.১০ নাগাদ পুলওয়ামায় হামলার ঘটনা ঘটে। সেদিন সন্ধে ৭ টা নাগাদ পূর্ত দফতরের গেস্ট হাউসে বসে চা-সিঙ্গাড়া খাচ্ছিলেন মোদী।" সুরজেওয়ালার কটাক্ষ, পুলওয়ামা হামলার জেরে যখন গোটা দেশ নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিল, তখন মোদী চা-সিঙ্গাড়া খাচ্ছিলেন। প্রমাণ দেখিয়ে রণদীপ বলেন, সেদিন দুপুরে হামলার ঘটনা ঘটে। কংগ্রেসই প্রথম দল, যারা হামলার নিন্দা জানায়, বলেন তিনি।

মোদীকে আক্রমণের সুরে কংগ্রেসের মুখপাত্র বলেন, "জঙ্গি নাশকতায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হারিয়ে গোটা দেশ যখন শোকে বিহ্বল, তখন প্রধানমন্ত্রী শুটিংয়ে ব্যস্ত ছিলেন, বিশ্বের কোথাও এমন প্রধানমন্ত্রী আছেন? এধরনের আচরণ দেশের প্রধানমন্ত্রীর থেকে কি কাম্য? সে সময় অবিলম্বে নিরাপত্তা নিয়ে মন্ত্রিসভার বৈঠক না করে শুটিং করছিলেন। উনি রাজধর্ম পালন করছেন না।"

আরও পড়ুন,“ভোটের আগে যুদ্ধের কথা মনে পড়ল?”

কংগ্রেসের এহেন আক্রমণ নিয়ে মুখ খুলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। মোদীর সেনাপতি বলেছেন, "প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন। দেশের নিরাপত্তায় ওঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললে তা দেশবাসীর মনে কোনও প্রভাব ফেলবে না।" এদিন এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, "প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লজ্জাজনক অভিযোগ আনা হচ্ছে। কংগ্রেস কি আগে থেকেই জানত পুলওয়ামায় হামলা হবে?"

Read the full story in English

CONGRESS amit shah bjp PM Narendra Modi
Advertisment