রাজ্যে ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করা হবে বলে ছত্তিসগড়ের নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কোথা থেকে টাকা পাওয়া যাবে তাও বাৎলে দিয়েছেন রাহুল। জানিয়ে দিয়েছেন, সে টাকা তুলে নেওয়া হবে বিজয় মালিয়া, নীরব মোদী, অনিল আম্বানিদের মত ব্যক্তিদের কাছ থেকে। সমাবেশে ভাষণ দেওয়ার সময়ে কংগ্রেস প্রেসিডেন্ট বলেন, ‘‘কংগ্রেস যেদিনই এখানে ক্ষমতায় আসবে, মোদীজি আপনি দশ দিন গুনে নিতে পারেন। কংগ্রেস ছত্তিসগড়ের সমস্ত কৃষকের সমস্ত ঋণ ১০ দিনের মধ্যে মকুব করবে... মোদীজি, ছত্তিসগড়ের ঋণ মকুবের টাকা আসবে বিজয় মালিয়া, অনিল আম্বানি, নীরব মোদীদের কাছ থেকে... আমরা ওদের কাছ থেকে টাকা নিয়ে ঋণমকুব করব।’’
আরও পড়ুন, ‘লোকে এক বছরে পুত্রশোক কাটিয়ে ওঠে, কংগ্রেস দু’বছরেও নোট বাতিল ভুলল না’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবাতিল নিয়ে কেবল ‘একটি পরিবার চোখের জল ফেলছে’ বলে যে আক্রমণ শানিয়েছিলেন তার প্রত্যুত্তরও দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, ‘‘মোদীজি বলেছিলেন, তিনি কালো টাকার বিরুদ্ধে লড়াই করবেন। তিনি বলেছিলেন, যারা বাড়িতে কিংবা গদির নিচে টাকা লুকিয়ে রেখেছে তারা সবাই চোর এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদের বলতে চাই যে আপনারা কেউ চোর নন। যিনি চুরি করেছেন তাঁর নাম নরেন্দ্র মোদী। তিনি সৎ মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করেছেন। স্যুট বুট পরা লোক বা কোনও ক্রোড়পতিকে কি আপনারা লাইনে দাঁড়াতে দেখেছেন?’’
কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতির সংস্কৃতি নিয়ে মোদী যে বক্তব্য রেখেছেন তারও জবাব দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, ‘‘কংগ্রেসের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। কংগ্রেস কখনও মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আমার গত ১৫ বছর ধরে দেওয়া ভাষণ শুনুন। আমি কখনও মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমি যা প্রতিশ্রুতি দিই তা পূর্ণ করি।’’ এ প্রসঙ্গে খাদ্যের অধিকার আইন, ১০০ দিনের কাজ, তথ্যের অধিকার এবং জমি অধিগ্রহণ বিলের উল্লেখ করেন।
Read the Full Story in English