scorecardresearch

বড় খবর

কংগ্রেসের রাজ্যসভা সাংসদের পদত্যাগ, যাচ্ছেন বিজেপি-তে

রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু সঞ্জয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগী সাংসদ জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দেবেন।

কংগ্রেসের রাজ্যসভা সাংসদের পদত্যাগ, যাচ্ছেন বিজেপি-তে
পদত্যাগ করলেন সঞ্জয় সিং

ফের ধাক্কা কংগ্রেসে। এবার রাজ্যসভার সাংসদ তথা উত্তরপ্রদেশের বিশিষ্ট কংগ্রেস নেতা সঞ্জয় সিং দল ছাড়লেন। মঙ্গলবার তিনি রাজ্যসভা থেকে পদত্যাগের পাশাপাশি দলীয় সদস্যপদ ত্যাগ করেছেন। রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু সঞ্জয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগী সাংসদ জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দেবেন।

পদত্যাগ এবং কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদমাধ্যমকে সঞ্জয় বলেন, কংগ্রেস এখনও অতীতে পড়ে রয়েছে। বর্তমান বা ভবিষ্যত সম্পর্কে কংগ্রেসের কোনও স্পষ্ট ধারনা বা চিন্তাভাবনা নেই। গোটা দেশ এখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আছে, আমিও তাঁর সঙ্গেই থাকব। আগামীকালই আমি বিজেপিতে যোগ দেব।

আরও পড়ুন, মহারাষ্ট্রেও ভাঙন! কংগ্রেস-এনসিপির ৪ বিধায়ক বিজেপি-র পথে

প্রসঙ্গত, সঞ্জয় একসময় বিজেপিতে ছিলেন। বিজেপির টিকিটেই তিনি নয়ের দশকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। পরে দল বদলে যোগ দেন কংগ্রেসে। রাহুল গান্ধির নির্বাচনী ক্ষেত্র আমেঠিতে তাঁর ভাল  প্রভাব রয়েছে।সদ্যসমাপ্ত সপ্তদশ লোকসভা নির্বাচনে সুলতানপুরে কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়ে বিজেপির মানেকা গান্ধির কাছে হেরেছেন সঞ্জয়।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Congress rajya sabha mp sanjoy singh to join bjp